উত্তাল বুয়েটে ভর্তি পরীক্ষা চলছে

বিজনেস আওয়ার প্রতিবেদক : উত্তাল বুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা এই লিখিত পরীক্ষা দেবেন ভর্তিচ্ছুরা।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের গেটে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচেপড়া ভিড়। বুয়েট ক্যাম্পাসে কোনো অভিভাবককে ঢুকতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার্থীরাই ভেতরে প্রবেশ করতে পারছেন।
জানা গেছে, এ বছর ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮টি আবেদন পড়েছিল। তার মধ্যে থেকে ১২ হাজার ১৬১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। আট হাজার ৮৯৬ জন ছাত্র ও তিন হাজার ২৬৫ জন ছাত্রী।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মেধা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পাবেন এক হাজার ৬০ জন। এরমধ্যে এক হাজার পাঁচ জন ইঞ্জিনিয়ারিং বিভাগে ও ৫৫ জন আর্কিটেকচার বিভাগে ভর্তি হতে পারবেন।
আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অতিরিক্ত সময় ড্রয়িং পরীক্ষা দিতে হবে। আগামী ৫ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।
এদিকে সকাল থেকেই ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় ভর্তিচ্ছুদের মাঝে খাবার পানি ও স্ন্যাকস বিতরণ করেন তারা।
এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরে সহযোগিতার জন্য রোভার স্কাউটের দল রয়েছে। ক্যাম্পাসে একাধিক আঞ্চলিক সংগঠন রয়েছে। অঞ্চল ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ দফা দাবি মেনে নেওয়ায় বুয়েট ক্যাম্পাস ক্যাফেটেরিয়ার সামনে আলোচনা করে ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিলের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা।
পরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে নির্ধারিত সময়েই বুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রাতেই আসন বিন্যাসসহ দাফতরিক নানা কাজ সম্পন্ন করেন ভর্তি পরীক্ষা কমিটি।
কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। এ সময় ১০ দফা দাবি জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
দাবি মানা না হলে ভর্তি পরীক্ষা হতে দেয়া হবে না বলেও হুমকি দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বুয়েট কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া মেনে নিলে ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করে আন্দোলনকারীরা।
বুয়েটে ভর্তির আবেদন শুরু হয় গত ৩১ আগস্ট। আবেদন ও ভর্তি ফি প্রদানের শেষ দিন ছিল ৯ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় ১৮ সেপ্টেম্বর এবং আজ (১৪ অক্টোবর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষার ফল আগামী ২৬ অক্টোবর প্রকাশ করা হবে।
বুয়েটে রাসায়িনিক প্রকৌশল বিভাগে ৬০, ধাতব প্রকৌশলে ৫০, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৯৫, পানি সম্পদ প্রকৌশলে ৩০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশলে ৫৫, শিল্প ও উৎপাদন প্রকৌশলে ৩০, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশলে ১৯৫, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে ১২০, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০, স্থাপত্য বিভাগে ৫৫ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৩০টি আসন রয়েছে।
আবেদনকারীদের মধ্য থেকে প্রথম ১২ হাজার জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
ঘূর্ণিঝড় বুলবুল
১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত
-
আজ মহান বিজয় দিবস
শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ১৬ ডিসেম্বর ২০১৯ - চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা পাবেন গ্রাম পুলিশ ১৫ ডিসেম্বর ২০১৯
- গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০ ১৫ ডিসেম্বর ২০১৯
- যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা ১৫ ডিসেম্বর ২০১৯
- চুয়াডাঙ্গা থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার ১৫ ডিসেম্বর ২০১৯
- আইসিএমএবি এওয়ার্ড পেলো শেয়ারবাজারের ৩২ কোম্পানি ১৫ ডিসেম্বর ২০১৯
- 'কাজে আগ্রহ নেই পেট্রোবাংলা-বাপেক্সের কর্মকর্তাদের' ১৫ ডিসেম্বর ২০১৯
- নেট দুনিয়া তোলপাড় করছে সৃজিতের 'দ্বিতীয় পুরুষ' ১৫ ডিসেম্বর ২০১৯
- বিজয় দিবসে তিশার ‘চিৎকার’ ১৫ ডিসেম্বর ২০১৯
- চ্যালেঞ্জ নিয়ে আসছেন বুবলী ১৫ ডিসেম্বর ২০১৯
- বিজয় দিবস উপলক্ষে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ১৫ ডিসেম্বর ২০১৯
- মহান বিজয় দিবসে জাতীয় কর্মসূচি ১৫ ডিসেম্বর ২০১৯
- আলহাজ্ব টেক্সটাইলের এক পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা ১৫ ডিসেম্বর ২০১৯
- থ্যালাসের রাডার বসছে শাহজালালে, খরচ ৬৫০ কোটি টাকা ১৫ ডিসেম্বর ২০১৯
- মাটির নিচে থাকলেও দুর্নীতিবাজদের খুঁজে বের করতে হবেঃ হাইকোর্ট ১৫ ডিসেম্বর ২০১৯
- সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কারও প্রবেশ নয়ঃ পররাষ্ট্রমন্ত্রী ১৫ ডিসেম্বর ২০১৯
- বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতে ১৫ ডিসেম্বর ২০১৯
- কীর্তনখোলায় নৌ-দুর্ঘটনাঃ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১৫ ডিসেম্বর ২০১৯
- ব্লকে ১০ কোম্পানির সাড়ে ১৯ কোটি টাকার লেনদেন ১৫ ডিসেম্বর ২০১৯
- রবিবার ৫৪ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে ১৫ ডিসেম্বর ২০১৯
- ইউটিউবে দেখা যাবে 'ঢাকা অ্যাটাক' ১৫ ডিসেম্বর ২০১৯
- নায়িকা হয়েই বড় পর্দায় ফিরছেন শাবনূর ১৫ ডিসেম্বর ২০১৯
- সাড়ে ৪ হাজারের নিচে নামল ডিএসইএক্স ১৫ ডিসেম্বর ২০১৯
- মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ ১৫ ডিসেম্বর ২০১৯
- 'নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়' ১৫ ডিসেম্বর ২০১৯
- কৌতিনহোর হ্যাটট্রিকে বড় জয় পেলো বায়ার্ন ১৫ ডিসেম্বর ২০১৯
- বিপিএলে ঘরের ছেলেরাই এগিয়ে ১৫ ডিসেম্বর ২০১৯
- প্লাস্টিক ব্যবহার বন্ধে জনসচেতনতার আহ্বান ডিএনসিসি মেয়রের ১৫ ডিসেম্বর ২০১৯
- কেরানীগঞ্জে আগুন, আরও ২ জনের মৃত্যু ১৫ ডিসেম্বর ২০১৯
- ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর ২০১৯
-
আজ মহান বিজয় দিবস
শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ১৬ ডিসেম্বর ২০১৯