'সেতুর জন্য অধিগ্রহণ করা জায়গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফার্ম'

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ মূল সেতুর বাস্তব অগ্রগতি ৮৪ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৭৫.৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সেতুর জন্য অধিগ্রহণ করা অতিরিক্ত জায়গায় দুধ ও মাংস উৎপাদনে গবাদি প্রাণীর প্রজনন ও জাত উন্নয়ন মিলিটারি ফার্ম প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এর ভিজিটর সেন্টারে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের।
তিনি জানান, অধিগ্রহণ করা জায়গায় গবাদি প্রাণীর প্রজনন ও জাত উন্নয়ন ফার্মটি সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ কাজের জন্য সেনাবাহিনীকে ২১৫৬ একর জমি ছেড়ে দেওয়া হবে। আগামী সপ্তাহে এ উপলক্ষে সেনাবাহিনীর সাথে সেতু বিভাগের একটি এমওই চুক্তি স্বাক্ষরিত হবে।
মন্ত্রী বলেন, এটি প্রতিষ্ঠা করা হবে জাজিরা প্রান্তে। এটি প্রতিষ্ঠিত হলে দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। অপ্রয়োজনীয় জমি পতিত না রেখে দেশের আর্থ-সামাজিক ও আর্থিক সম্ভাবনার জন্য এ জমিতে আধুনিক উন্নতমানের মিলিটারি ফার্ম গড়ে তোলা হবে।
পদ্মা সেতু সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর সব ক'টি পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে। আর বাকি ১০টির কাজ চলমান রয়েছে। সর্বমোট ৪১টি ট্রাস এর মধ্যে চীন হতে মাওয়া সাইটে এসেছে ৩১টি এর মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। ১৫তম স্প্যান স্থাপনের জন্য ২৩ ও ২৪ নম্বর পিলার এলাকায় অবস্থান করছে। এ ছাড়াও আরো ৪টি ট্রাস কনস্ট্রাকশন ইয়ার্ড ও ১টি ট্রাস চর এলাকায় ২৮ নম্বর পিলারের কাছে স্থাপনের জন্য অপেক্ষমাণ রয়েছে। রেলওয়ে স্লাব এর জন্য মোট ২৯৫৬টি প্রি-কাস্ট এর প্রয়োজন হবে। এর মধ্যে ২৮৯১টি স্লাব তৈরি কাজ শেষ হয়েছে। বাকী স্লাব আগামী নভেম্বরে শেষ হবে। এ পর্যন্ত ৩৬১টি স্লাব স্থাপন করা হয়েছে।
মন্ত্রী আরো জানান, রেলওয়ে স্লাবের জন্য মোট ২৯১৭টি প্রি-কাস্ট রোডওয়ে ডেকস্লাব এর প্রয়োজন হবে। এর মধ্যে ১৫৫৩টি স্লাব তৈরির কাজ শেষ হয়েছে। বাকি স্লাব তৈরির কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত ৫৪টি স্থাপন করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, মূল সেতুর কাজের চুক্তিমূল ১২১৩৩.৩৯ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৯২০১.৯৩ কোটি টাকা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১ সালে জুন-জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০১৯/আরআই
এই বিভাগের অন্যান্য খবর
পিলার স্থাপন চলছে, দ্রুত বসবে কাঁটাতার
রোহিঙ্গা ক্যাম্পে বেড়া তৈরির কাজ চলছে
- ভূঞাপুরে পৌরসভার রাস্তা নির্মাণ নিয়ে পৌর মেয়রকে ওসির হুমকি! ১২ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু ১২ ডিসেম্বর ২০১৯
- খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার এসপি জাহিদ ১২ ডিসেম্বর ২০১৯
- দাপুটে জয় খুলনার ১২ ডিসেম্বর ২০১৯
- ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ চট্টগ্রামের ১২ ডিসেম্বর ২০১৯
- পররাষ্ট্রমন্ত্রীর পর এবার ভারত সফর স্থগিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বর ২০১৯
- চুয়াডাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ১২ ডিসেম্বর ২০১৯
- ২০ লাখ পাসপোর্ট কিনছে সরকার, ব্যয় ৫৩ কোটি টাকা ১২ ডিসেম্বর ২০১৯
- 'উন্মুক্ত স্থানে বড় দিন ও থার্টি ফার্স্টে গানবাজনা নয়' ১২ ডিসেম্বর ২০১৯
- পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল ১২ ডিসেম্বর ২০১৯
- চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে মুশফিকের খুলনা ১২ ডিসেম্বর ২০১৯
- জবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত ১২ ডিসেম্বর ২০১৯
- সাত বছর ধরে ‘নটআউট’ সাকিব ১২ ডিসেম্বর ২০১৯
- ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয় ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মদিন উদযাপন ১২ ডিসেম্বর ২০১৯
- এমডি নিয়োগে ডিএসইর শেষ সুযোগ ১২ ডিসেম্বর ২০১৯
- 'খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিশেষ কোনও অবনতি হয়নি' ১২ ডিসেম্বর ২০১৯
- রাখাইনের হত্যাকাণ্ড সন্ত্রাস বিরোধী অভিযান হলে, কতজন মানুষ সন্ত্রাসী! ১২ ডিসেম্বর ২০১৯
- কেরানীগঞ্জের অগ্নিকান্ডে আরও ২ জনের মৃত্যু, নিহত বেড়ে ১৪ ১২ ডিসেম্বর ২০১৯
- ছাড়পত্র পেয়েছে ‘কাঠবিড়ালী’, ২৭ ডিসেম্বর মুক্তি ১২ ডিসেম্বর ২০১৯
- সেনাবাহিনীতে ৪ টি প্রশিক্ষণ বিমান সংযোজন ১২ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে সাড়ে ২১ কোটি টাকার ১২ ডিসেম্বর ২০১৯
- ঢাকা প্লাটুনের লড়াকু সংগ্রহ ১২ ডিসেম্বর ২০১৯
- তবে কি শাকিবের নতুন লুকও নকল! ১২ ডিসেম্বর ২০১৯
- ৪০ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১২ ডিসেম্বর ২০১৯
- শাকিবের ১০ লাখ টাকার ব্যাখ্যা দিলেন অপু ১২ ডিসেম্বর ২০১৯
- প্রথমদিন রিং শাইনের সর্বোচ্চ দর বৃদ্ধি ১২ ডিসেম্বর ২০১৯
- 'বীর' ছবির ফার্স্টলুক প্রকাশ ১২ ডিসেম্বর ২০১৯