পদ্মাসেতুতে বসলো ১৫ তম স্প্যান

বিজনেস আওয়ার প্রতিবেদক : একের পর এক স্প্যান বসিয়ে দৈর্ঘ্য বেড়ে চলছে পদ্মাসেতুর। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার পথে। আর ২৬টি স্প্যান বসলেই ঢাকা ও এর আশপাশের অঞ্চল থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
টানা কয়েকদিনের চেষ্টায় অবশেষে দৃশ্যমান হয়েছে সেতুর ২২৫০ মিটার (২.২৫ কিলোমিটার)। ২৩ ও ২৪ নম্বর পিলারের উপর বসানো হয়েছে পদ্মাসেতুর ১৫ তম স্প্যান '৪-ই'। চতুর্দশ স্প্যান বসানোর তিন মাস ২৩ দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই পঞ্চদশ স্প্যানটি।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে জাজিরা প্রান্তে সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ২২৫০ মিটার।
সকাল থেকেই স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। পদ্মাসেতুর প্রকৌশল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দুই পিলারের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে এনে ভাসমান ক্রেনটিকে নোঙর করা হয়। এরপর পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিং এর উপর।
স্প্যান বসানোর জন্য উপযোগী সময় এবং সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকৌশলীরা স্প্যানটি বসাতে সক্ষম হন।
প্রকৌশল সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম ও নাব্যতা সংকটের কারণে ৩ মাসের বেশি সময় ধরে পদ্মাসেতুতে কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি। ড্রেজিং করেও অনুকূল পরিবেশ তৈরি করা যাচ্ছিল না।
কয়েকদিন আগে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলেও নাব্যতা সংকট বাধা হয়ে দাঁড়ায়। ড্রেজিং করে পলি অপসারণ করেও অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছিল না। অবশেষে নানা বাধা বিপত্তি পেরিয়ে স্প্যানটি বসানো সম্ভব হয়।
এর আগে সোমবার (১৪ অক্টোবর) সকালে জাজিরা প্রান্তের চর এলাকা থেকে '৪-ই' স্প্যানকে ভাসমান ক্রেনের মাধ্যমে ২৮ ও ২৯ নম্বর পিলারের সামনে নোঙর করে রাখা হয়েছে।
পদ্মাসেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, ড্রেজিং করেও স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। পলি অপসারণ করার ১-২ ঘণ্টা পরেই আবার আগের অবস্থায় ফিরে আসছে নদীর তলদেশ।
ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন বহন করে আনতে নাব্যতা সংকট বাধা হয়ে দাঁড়িয়েছিল। ইতোমধ্যে পদ্মাসেতুর আরও ৩টি স্প্যান প্রস্তুত হয়ে আছে।
কিন্তু নাব্যতা সংকটের কারণে স্প্যানগুলো বসাতে দেরি হচ্ছে। সেতুর ১৯, ২০, ২১, ২২, ২৩ নম্বর পিলারের ওপর চারটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে চলতি বছরের মধ্যে। সর্বশেষ ২৯ জুন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১৫ ও ১৬ নম্বর পিলারের ওপর বসে চতুর্দশ স্প্যান।
জানা যায়, পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা।
মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
- ভূঞাপুরে পৌরসভার রাস্তা নির্মাণ নিয়ে পৌর মেয়রকে ওসির হুমকি! ১২ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু ১২ ডিসেম্বর ২০১৯
- খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার এসপি জাহিদ ১২ ডিসেম্বর ২০১৯
- দাপুটে জয় খুলনার ১২ ডিসেম্বর ২০১৯
- ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ চট্টগ্রামের ১২ ডিসেম্বর ২০১৯
- পররাষ্ট্রমন্ত্রীর পর এবার ভারত সফর স্থগিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বর ২০১৯
- চুয়াডাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ১২ ডিসেম্বর ২০১৯
- ২০ লাখ পাসপোর্ট কিনছে সরকার, ব্যয় ৫৩ কোটি টাকা ১২ ডিসেম্বর ২০১৯
- 'উন্মুক্ত স্থানে বড় দিন ও থার্টি ফার্স্টে গানবাজনা নয়' ১২ ডিসেম্বর ২০১৯
- পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল ১২ ডিসেম্বর ২০১৯
- চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে মুশফিকের খুলনা ১২ ডিসেম্বর ২০১৯
- জবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত ১২ ডিসেম্বর ২০১৯
- সাত বছর ধরে ‘নটআউট’ সাকিব ১২ ডিসেম্বর ২০১৯
- ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয় ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মদিন উদযাপন ১২ ডিসেম্বর ২০১৯
- এমডি নিয়োগে ডিএসইর শেষ সুযোগ ১২ ডিসেম্বর ২০১৯
- 'খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিশেষ কোনও অবনতি হয়নি' ১২ ডিসেম্বর ২০১৯
- রাখাইনের হত্যাকাণ্ড সন্ত্রাস বিরোধী অভিযান হলে, কতজন মানুষ সন্ত্রাসী! ১২ ডিসেম্বর ২০১৯
- কেরানীগঞ্জের অগ্নিকান্ডে আরও ২ জনের মৃত্যু, নিহত বেড়ে ১৪ ১২ ডিসেম্বর ২০১৯
- ছাড়পত্র পেয়েছে ‘কাঠবিড়ালী’, ২৭ ডিসেম্বর মুক্তি ১২ ডিসেম্বর ২০১৯
- সেনাবাহিনীতে ৪ টি প্রশিক্ষণ বিমান সংযোজন ১২ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে সাড়ে ২১ কোটি টাকার ১২ ডিসেম্বর ২০১৯
- ঢাকা প্লাটুনের লড়াকু সংগ্রহ ১২ ডিসেম্বর ২০১৯
- তবে কি শাকিবের নতুন লুকও নকল! ১২ ডিসেম্বর ২০১৯
- ৪০ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১২ ডিসেম্বর ২০১৯
- শাকিবের ১০ লাখ টাকার ব্যাখ্যা দিলেন অপু ১২ ডিসেম্বর ২০১৯
- প্রথমদিন রিং শাইনের সর্বোচ্চ দর বৃদ্ধি ১২ ডিসেম্বর ২০১৯
- 'বীর' ছবির ফার্স্টলুক প্রকাশ ১২ ডিসেম্বর ২০১৯