ক্রিকেটারদের আন্দোলনে সমর্থন জানিয়েছে ফিকা

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটারদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে দ্য ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস (ফিকা)। ফিকা ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন। মঙ্গলবার (২২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে ফিকার এক্সিকিউটিভ চেয়ারম্যান টনি আইরিশ বলেছেন, 'পেশাদার ক্রিকেটারদের ন্যায্য পরিস্থিতি সুরক্ষার জন্য ফিকা বাংলাদেশের খেলোয়াড়দের একসঙ্গে অবস্থান নেওয়ার প্রশংসা করেছে। চ্যালেঞ্জপূর্ণ পরিবেশ থাকা সত্ত্বেও এটি ঘটেছে। এটা পরিষ্কার যে, ক্রিকেটীয় দেশে খেলোয়াড়দের সাথে যেভাবে আচরণ করা হচ্ছে তার পরিবর্তন প্রয়োজন।'
বাংলাদেশের খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় একটি সংস্থা রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ফিকার সদস্যও সংস্থাটি। কিন্তু এ সংস্থার সভাপতি ও সহ-সভাপতি দুইজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। এমনকি সেক্রেটারিও বিসিবির বেতন ভুক্ত কর্মচারী। তাই ক্রিকেটারদের দাবি দাওয়া বিসিবিতে উপস্থাপনের স্বচ্ছতা থেকেই যায়। আর এমনটা হওয়ায় উদ্বিগ্ন ফিকাও।
'এটাও আমাদের কাছে স্পষ্ট যে বাংলাদেশের খেলোয়াড়রা পর্যাপ্ত শ্রদ্ধা পাচ্ছে না। তাদের ক্যারিয়ার এবং জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। খেলোয়াড়দের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ভূমিকাও দুশ্চিন্তার বিষয়। আমাদের কাছে উদ্বেগের বিষয় খেলোয়াড়দের জটিল সময়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সঠিক ভূমিকা পালন করছে না বলে মনে হচ্ছে। আরও উদ্বেগের বিষয় যে কোয়াবের কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদেও রয়েছেন।'
আর এ সকল কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের পূর্ণ সমর্থন দিয়েছে ফিকা, 'উল্লেখিত বিষয়গুলির প্রকৃতি নিয়ে চিন্তা করে আমরা বিশ্বাস করি যে, এই সময়ে খেলোয়াড়দের সমর্থন এবং সহায়তা দেওয়া ফিকার জন্য খুব গুরুত্বপূর্ণ।' এছাড়া ফিকার আগামী বার্ষিক সভায় কোয়াবের সদস্য পদ নিয়েও পুনর্বিবেচনা করবে সংস্থাটি।
ফিকা ক্রিকেটের একটি আন্তর্জাতিক সংস্থা। ক্রিকেট বিশ্বের সকল পেশাদার খেলোয়াড়দের কার্যক্রমে সমন্বয় সাধন করাই এ সংস্থার প্রধান কাজ। ১৯৯৮ সালে টেক্সাসের অস্টিনে এ সংস্থাটি গঠিত হয়। ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেটিং প্লেয়িং কমিটিতে’ খেলোয়াড়দের যাবতীয় সমস্যা তুলে ধরে ফিকা।
গত সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে, জাতীয় লিগের পারিশ্রমিক বাড়ানো, কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগসহ ১১টি দাবি তুলে ধরেন সাকিব-মুশফিক-নাঈমসহ দেশের সিনিয়র ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ১০ জন ক্রিকেটার ১১টি দাবি তুলে ধরেন।
অন্যদিকে ক্রিকেটারদের ধর্মঘট ডাকার পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কিছুদিন পর সব প্রকাশ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০১৯/আরআই
এই বিভাগের অন্যান্য খবর
-
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ১৪ ডিসেম্বর ২০১৯ - 'সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর পরিকল্পনা' ১৩ ডিসেম্বর ২০১৯
- সিলেটের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিল রাজশাহী ১৩ ডিসেম্বর ২০১৯
- পেঁয়াজ কেনা ছেড়ে বাড়ির টবেই চাষ করুন ১৩ ডিসেম্বর ২০১৯
- কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহতদের ৫০ হাজার করে শ্রম মন্ত্রণালয়ের অর্থসহায়তা ১৩ ডিসেম্বর ২০১৯
- 'স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর স্থগিতের কারণ এনআরসি নয়' ১৩ ডিসেম্বর ২০১৯
- সব উইকেট হারিয়ে রাজশাহীকে ৯২ রানের টার্গেট সিলেটের ১৩ ডিসেম্বর ২০১৯
- সিনেপ্লেক্সে রকের নতুন ছবি ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ ১৩ ডিসেম্বর ২০১৯
- নতুন বিজ্ঞাপনে মাশরাফি ১৩ ডিসেম্বর ২০১৯
- কে কী বলল, তাতে কিছু যায় আসে নাঃ শাকিব খান ১৩ ডিসেম্বর ২০১৯
-
বিদায়ী সপ্তাহে সব সূচকে পতন
ডিএসইতে লেনদেন কমেছে ৭’শ কোটি টাকা ১৩ ডিসেম্বর ২০১৯ - রাজধানীতে পাটকল শ্রমিকদের কালোপতাকা মিছিল ১৩ ডিসেম্বর ২০১৯
- টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী ১৩ ডিসেম্বর ২০১৯
- ২ মন্ত্রীর সফর আটকে মোদি সরকারকে কড়া বার্তা হাসিনার: আনন্দবাজার ১৩ ডিসেম্বর ২০১৯
- গেইনারের শীর্ষে উঠেছে আনলিমা ইয়ার্ন ১৩ ডিসেম্বর ২০১৯
- বড় ব্যবধানে জয়ী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ১৩ ডিসেম্বর ২০১৯
- শপথ পাঠ করে সারাদেশ পরিচ্ছন্ন রাখার যুদ্ধ ঘোষণা ১৩ ডিসেম্বর ২০১৯
- এক বছরে পিডিবি'র পরিচালন ব্যয় দেড় হাজার কোটি টাকা বৃদ্ধি ১৩ ডিসেম্বর ২০১৯
- ব্রিটিশ নির্বাচন: টিউলিপ-রুপাসহ চার বাঙালির জয় ১৩ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন ১৪৩ শতাংশ বেড়েছে ১৩ ডিসেম্বর ২০১৯
- খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ১৩ ডিসেম্বর ২০১৯
- আজ জুমার দিন, আসুন ইবাদতে মনোযোগী হই ১৩ ডিসেম্বর ২০১৯
- বড় জয়ের পথে বরিস জনসন ১৩ ডিসেম্বর ২০১৯
- কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছে ১৯ যুবক ১৩ ডিসেম্বর ২০১৯
- টিভিতে আজকের খেলা ১৩ ডিসেম্বর ২০১৯
- ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.০৭ শতাংশ ১৩ ডিসেম্বর ২০১৯
- ভূঞাপুরে পৌরসভার রাস্তা নির্মাণ নিয়ে পৌর মেয়রকে ওসির হুমকি! ১২ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা ১২ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু ১২ ডিসেম্বর ২০১৯
- খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার এসপি জাহিদ ১২ ডিসেম্বর ২০১৯
-
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ১৪ ডিসেম্বর ২০১৯