sristymultimedia.com

ঢাকা, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ২ পৌষ ১৪২৬

র্স্মাটফোন ও ট্যাব মেলা-২০১৯

মটোরোলার ফোনে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়

০৪:১৭পিএম, ০৩ জুলাই ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ আসন্ন গ্রীষ্মকালীন র্স্মাটফোন ও ট্যাব মেলায় নির্দিষ্ট মডেলের ফোনে র্সবনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ‘মটো ই৪-, ‘মটো ই৫’, ‘মটো ই৫ প্লাস’, ‘মটোরোলা ওয়ান’ এবং ‘মটোরোলা জি৭ পাওয়ার’ মডেলের ফোনে এই ছাড় পাওয়া যাবে।

প্রসঙ্গত, ৩ দিনব্যাপী এই মলো শুরু হবে ৪ জুলাই এবং শেষ হবে ৬ জুলাই। রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার স্পন্সর মটোরোলা। মেলায় সলিভার স্পন্সর– ০২ থেকে গ্রাহকরা মটোরোলার ফোন সর্ম্পকে তথ্য জানতে ও ফোন কিনতে পারবেন।

বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর র্স্মাট টেকনোলজিস বিডি লিমিটেডের সাকিব আরাফাত বলনে, ‘গত র্স্মাটফোন ও ট্যাব এক্সপোতে মটোরোলা প্রথম বারের মতো অংশগ্রহণ করে এবং গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পয়েছেলিাম। তাই গ্রাহকদের এই আগ্রহের কথা মাথায় রেখেই এবারও মেলায় অংশ নেওয়া হচ্ছে। মেলায় গ্রাহকরা মটোরোলার ফোনে সর্বোচ্চ ছাড় পাবেন।’

বিজনেস আওয়ার/০৩ জুলাই,২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে