sristymultimedia.com

ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০১৯, ৫ অগ্রহায়ণ ১৪২৬


এক যুগ পর অভিনয়ে ফিরছেন শিল্পা

১১:১৬এএম, ১১ জুলাই ২০১৯

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় ১ যুগ পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সর্বষেষ তাকে ২০০৭ সালে ‘আপনে’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। যদিও 'দোস্তানা' ও 'ঢিশক্যাঁও' ছবিতে তাকে আইটেম ডান্সে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছেলে ভিভানের জন্মের পর ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। পরিবারকে সময় দেয়ার জন্যই তার এই বিরতি।

তবে 'নাচ বলিয়ে', 'ঝলক দিখলা যা', 'সুপার ডান্সার'-এর মতো রিয়ালিটি শোতে তাকে দেখা যায় ঠিকই। বেশি সময় লাগে এমন কাজে হাত দেননি এতদিন।

এখন ছেলে ভিভান বড় হয়েছে। তাই তিনি অভিনয়ে ফিরছেন। এ বছর দুটি ছবিতে তিনি হাত দিচ্ছেন। তবে সেই ছবি দুটির সম্পর্কে কিছু বলেননি অভিনেত্রী। ছবি দুটির নাম খুব শিগগিরই ঘোষণা দেয়া হবে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০১৯/এ

উপরে