businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


ক্রিকেট, দেশ দুই-ই ছাড়ছেন মালিঙ্গা!

১১:৫৮এএম, ২১ জুলাই ২০১৯

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পরেই মালিঙ্গার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে অবসর গুঞ্জনের মধ্যেই খবর পেসার লাসিথ মালিঙ্গা নিজের দেশ শ্রীলঙ্কা ছেড়ে পাড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ায়। আপাতত সেখানেই থাকবেন তিনি।

শ্রীলঙ্কার প্রথমসারির ক্রিকেট ওয়েবসাইট আইল্যান্ড মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়ে গেছে। সেখানেই লেখা হয়েছে, মালিঙ্গা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি (পিআর) পেয়ে গেছেন।

সেই প্রতিবেদনে মালিঙ্গার অবসরের বিষয়েও জানানো হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজেরই প্রথম ম্যাচের পরই বাইশ গজকে বিদায় জানাবেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় সম্ভবত কোনো এক ক্রিকেট একাডেমীর বোলিং কোচিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

বর্তমানে অস্ট্রেলিয়াতেই রয়েছেন এই লঙ্কান তারকা পেসার। সেখান থেকেই এই বিষয়ে মালিঙ্গা ইতিমধ্যেই প্রধান নির্বাচক অশন্থা ডি ই-মেইল করে নাকি এই কথা জানিছেন।

এদিকে চলতি মাসের ২৬ তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার। প্রথম ম্যাচের আগেই ২২ জুলাই দেশে ফিরবেন তিনি। এরপরেই অবসর ঘোষণা এবং অস্ট্রেলিয়ায় থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন।

বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

শেষ টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
মধুর সমাপ্তি, নাকি খালি হাতে ফেরা!

উপরে