businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


বাংলাদেশ-ফিলিপাইনের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা

০৫:১৮পিএম, ২১ জুলাই ২০১৯

বিজনেস আওয়ায় প্রতিবেদকঃ বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) সভাপতি জনাব আকবর হাকিম এবং সহ-সভাপতি জনাব শামস মাহমুদ সম্প্রতি বাংলাদেশস্থ ফিলিপাইন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ভিনসেন্তে ভিভেনসিও টি. বান্দিলোর সাথে ফিলিপাইনের ম্যানিলা সফর করেছেন। এ সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে কার্যকর প্রচারণা করা।

এই সফর চলাকালীন তাঁরা ফিলিপাইনের বাণিজ্য ও শিল্পবিভাগের মাননীয় সচিব র‌্যামনএম লোপেজ, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি লরদেস ও. ইপারাগের এবং ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) সভাপতি মিস এমএ. আলেগ্রিয়া এস. লিমজোকোর সাথে সাক্ষাৎ করেন। এ ছাড়াও তাঁরা ডিটিআই এক্সপোর্ট মার্কেটিং ব্যুরো (ইএমবি) এবং ডিটিআই-ফরেন ট্রেড সার্ভিস কর্পস (এফটিএসসি) এর সাথে চলতি বছরের সেপ্টেম্বর মাসে একটি আউট বাউন্ড বিজনেস ম্যাচিং মিশন (ওবিএমএম) পরিচালনার বিষয়ে আলোচনা করেন।

এই সফরটি ম্যানিলায় গণমাধ্যমের বিপুল দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, জনাব আকবর হাকিম এবং জনাব শামস মাহমুদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর বর্তমান পরিচালক।

বিজনেস আওয়ায়/২১ জুলাই,২০১৯/ আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে