businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


শ্রীলঙ্কায় অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল

০৭:২৭পিএম, ২১ জুলাই ২০১৯

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে প্রথমবারের মত অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় শনিবার (২১ জুলাই) সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করেন তামিম-মুশফিকরা।

গতকাল কলম্বো পৌঁছালেও মাঠে নামেননি টাইগাররা। আজ দলের ৯ সদস্য বেশ লম্বা সময় কাটান নেট সেশনে। গতকালই ভারত থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন ও তাইজুল। আজ কলম্বো গেছেন রুবেল। যদিও অনুশীলন করেননি তিনি।

অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং সেশনে অংশ নেন সবাই। শ্রীলঙ্কার উইকেট স্পিন সহায়ক হওয়ায়, নেটে বাড়তি সময় দিয়েছেন স্পিনার তাইজুল, মিরাজ ও মোসাদ্দেক সৈকত।

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া তামিম বাড়তি সময় দিয়েছেন অনুশীলনে। ওয়ানডে সিরিজের আগে আগামী মঙ্গলবার একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে দু'দল।

বিজনেস আওয়ায়/২১ জুলাই,২০১৯/ আরআই

এই বিভাগের অন্যান্য খবর

শেষ টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
মধুর সমাপ্তি, নাকি খালি হাতে ফেরা!

উপরে