sristymultimedia.com

ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৬ অগ্রহায়ণ ১৪২৬


ঈদে আসছে 'মফিজের লাইফস্টাইল'

০১:৫৭পিএম, ২২ জুলাই ২০১৯

বিনোদন ডেস্ক : মফিজের তিন বউ বাসায় বাসায় কাজ করে টাকা আয় করে। আর মফিজ তাদের টাকায় আয়েশি জীবন যাপন করে। তিন বউয়ের চরিত্র তিন রকম। তিন বউয়ের মধ্যে মাঝে মাঝে ঝগড়া খুনসুটি হয়। এসব বিষয় নিয়ে বিড়ম্বনায় পরে মফিজ।

এদিকে পাশের বাড়ির দারোয়ান শরীফ, সে মফিজের তিন বউকে পটাতে ব্যস্ত থেকে। প্রতিদিন নানান উপহার দিয়ে সে বিবাহ করার চেষ্টা করতে থাকে।

অন্যদিকে মফিজ চতুর্থ বিয়ে করার জন্য সিনেমার এক উঠতি নায়িকার পিছনে ছুটছে। ঘটতে থাকে নানান ঘটনা। এমন হাস্যরসাত্মক গল্প নিয়ে ঈদের জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক 'মফিজের লাইফস্টাইল'।

জাকির হোসেন উজ্জ্বল এর রচনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন এস এম শাহীন। নাটকটিতে মফিজের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং দারোয়ানের চরিত্রে অভিনয় করেছেন তানভীর মাসুদ।

নির্মাতা জানান, মফিজের লাইফস্টাইল ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন মিলন ভট্ট, দিলু মজুমদার, মীর শহীদ, দাউদ নুর প্রমুখ। নেট মাল্টিমিডিয়া প্রযোজিত ধারাবাহিকটি ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

মফিজের তিন বউ ও নায়িকার চরিত্রে দেখা যাবে নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময় ও সুস্মি আহসানকে।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে