businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


ব্লকে ১২ কোটি টাকার লেনদেন

০৪:০১পিএম, ০৭ আগস্ট ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (০৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসব প্রতিষ্ঠানগুলোর ২০ লাখ ২ হাজার ১০০টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের।

এছাড়া গ্রামীণফোনের ১ কোটি ৫৯ লাখ ১২ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৭৬ লাখ ৩১ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৮ লাখ ৭৮ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৫৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৬ লাখ ৪৩ হাজার টাকার, সিলকো ফার্মার ৯৫ লাখ ৪৭ হাজার টাকার এবং সিমটেক্সের ৫ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে