businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


স্ট্রোকের প্রাথমিক তিন লক্ষণ

১০:১১পিএম, ০৭ আগস্ট ২০১৯

বিজনেস আওয়ার ডেস্কঃ প্রাপ্ত বয়স্কদের অক্ষমতার একটি বড় কারণ স্ট্রোক। মস্তিষ্কের কোনো অংশের রক্ত প্রবাহ ব্যহত হলে এটি হয়। স্ট্রোক দুই ধরনের। এগুলো হলো : ইসকেমিক ও হেমোরেজিক।

ইসকেমিক স্ট্রোকে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। সাধারণত রক্তনালির ভেতর জমাট বাঁধা রক্তপিণ্ড এ সমস্যা করে থাকে। এটি বেশ প্রচলিত স্ট্রোক। আর মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে যে রক্তক্ষরণ হয়, সেটি হেমোরেজিক স্ট্রোক।

স্ট্রোক মস্তিষ্ককে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই দ্রুত চিকিৎসা শুরু করার জন্য এর প্রাথমিক লক্ষণগুলো জানা জরুরি। স্ট্রোকের প্রাথমিক কিছু লক্ষণ জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

স্ট্রোকের প্রাথমিক লক্ষণ

১. হাত- পা ও মুখের অসাড় অবস্থা বা জড়তা। বিশেষ করে শরীরের এক অংশে।

২. হাঁটতে-চলতে অসুবিধা, ভারসাম্য ও সমস্বয়ে সমস্যা।

৩. কথা বলতে সমস্যা হওয়া এবং অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।

কারো স্ট্রোক হচ্ছে বুঝবেন কীভাবে?

১. মুখ : ব্যক্তিকে হাসতে বলুন এবং দেখুন, মুখের এক পাশ বেঁকে যাচ্ছে কি না।

২. বাহু : ব্যক্তিকে উভয় হাত উপরে তুলতে বলুন এবং খেয়াল করুন, তার এক হাত পড়ে যাচ্ছে কি না।

৩. কথা বলা : একটি সহজ লাইন বা প্যারা ব্যক্তিকে বলতে বলুন এবং দেখুন, তার কথা জড়িয়ে যাচ্ছে কি না।

৪. সময় : প্রতিটি মিনিট গুনুন। উপরের সমস্যাগুলো হচ্ছে মনে হলে দ্রুত হাসপাতালে যান। কারণ, স্ট্রোক হলে প্রতিটি মিনিটই খুব গুরুত্বপূর্ণ।

অন্যান্য লক্ষণ :

১. দুই চোখের দেখতে অসুবিধা হওয়া।

২. কোনো কারণ ছাড়াই হঠাৎ বেশ মাথাব্যথা।

৩. ঝিমুনিভাব।

৪. প্যারালাইসিস হওয়া।

মনে রাখবেন, স্ট্রোকের লক্ষণ হঠাৎ দেখা দেয়। তাই, এমন কোনো লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসা নিন। তবে অনেক সময় স্ট্রোকের লক্ষণের সঙ্গে মাইগ্রেনের লক্ষণ মিলে যায়। তবে যেটাই হোক না কেন এ সময় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

বিজনেস আওয়ার/৭ আগস্ট,২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে