businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


জয়ার সাথে রোমান্স করবেন বুম্বাদা

০১:৩৭পিএম, ০৮ আগস্ট ২০১৯

বিনোদন ডেস্ক : এখন পর্যন্ত রুপালি পর্দায় একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ ও জয়া আহসান। সেই শূন্য পূরণ করে দিতে চলেছেন নির্মাতা অতনু। তার পরবর্তী ছবিতে দেখা যাবে দুই বাংলার দুই সুপারস্টারকে।

কলকাতার গণমাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই এই খবর নিশ্চিত করে বলেন, ছবির নাম এখনো ঠিক না হলেও আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে এ ছবির।

অতনুর ‘ময়ূরাক্ষী’ ছবিটি ৬৫তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা বাঙালি ফিচার ছবির পুরস্কার পেয়েছিল। অন্যদিকে, ‘বিনিসুতোয়’ ছবিটি নিয়েও খুব ভালো প্রত্যাশা পরিচালকের।

প্রসেনজিতেরও বিশ্বাস জয়া ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই ছবিটি দর্শক সমালোচকদের মন ভরাবে। সেইসঙ্গে তিনি এটাও আশা করছেন প্রথমবারের মতো জয়ার সঙ্গে তার জুটি গ্রহণ করবে দর্শক।

প্রসেনজিৎ বলেন, ময়ূরাক্ষী’র পর আবার অতনুর পরিচালনায় কাজ করতে চলেছি। ছবির জন্য দু'তিনটি গল্প নিয়ে আলোচনা চলছে। সম্পর্ক, আবেগ নিয়ে অতনু যেভাবে গল্প সাজায়, এবারও সেরকমই কিছু থাকছে।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে