businesshour24.com

ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬


বেশিরভাগ ব্যাংকের শেয়ার দর বেড়েছে

০৩:০৮পিএম, ০৮ আগস্ট ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (০৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে ৫৭ শতাংশের শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ১৭টির বা ৫৭ শতাংশের শেয়ার দর বেড়েছে। এদিন ২টির বা ৭ শতাংশের শেয়ার দর কমেছে এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১টির বা ৩৬ শতাংশ ব্যাংকের।

এদিন ১৭টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৯০ টাকা বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা বেড়েছে সিটি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা করে বেড়েছে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংকের।

এছাড়া প্রিমিয়ার ব্যাংকের ০.৩০ টাকা; উত্তরা, ট্রাস্ট, এবি ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ০.২০ টাকা করে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইসিবি ইসলামিক, ইসলামী, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, ওয়ান, স্ট্যান্ডার্ড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।

আজ ২টি ব্যাংকের শেয়ার দর কমেছে। ব্যাংক ২টির মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ০.৫০ টাকা এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার দরর ০.২০ টাকা কমেছে।

লেনদেন শেষে ১১টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ১১টি হলো : সাউথইস্ট, স্যোসাল ইসলামী, রূপালী, পূবালী, প্রাইম, ন্যাশনাল, এনসিসি, মার্কেন্টাইল, আইএফআইসি, এক্সিম ও ঢাকা ব্যাংক।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে