চার্জশিট দাখিলের নতুন তারিখ ২২ আগস্ট

বিজনেস আওয়ার প্রতিবেদক (বরগুনা): বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট আজও দিতে পারেনি পুলিশ। বুধবার (১৪ আগস্ট) নতুন করে আগামী ২২ আগস্ট পুলিশের প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ সকালে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে গ্রেপ্তার ১৪ জন আসামিকে হাজির করা হয়। যশোরের শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে থাকায় রাতুল শিকদারকে আদালতে হাজির করা হয়নি।
রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি।
মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মুসা বন্ড, সাত নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, আট নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। প্রধান আসামি নয়ন বন্ড গেল দুই জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
উল্লেখ্য, গেল ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পর তিনি মারা যান।এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, প্রতিবেদন তৈরি করতে না পারায় আজ তিনি আদালতে দাখিল করতে পারেননি। তবে পরবর্তী তারিখে তিনি প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে আশাবাদী।
এদিএক মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে গত ১৬ জুলাই রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। পরের দিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। তার দুদিন পরে মিন্নিকে আদালতে হাজির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।
গত ৩১ জুলাই সেই স্বীকারোক্তি প্রত্যাহারের জন্য মিন্নি কারা কর্তৃপক্ষের মাধ্যমে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে আবেদন করেছেন। বিচারক তার আবেদন গ্রহণ করে নথিভুক্ত করেছেন।
মিন্নি গ্রেপ্তারের পরে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেছিলেন, রিফাত হত্যার পরিকল্পনার সঙ্গে মিন্নি জড়িত। পরবর্তীতে বলেছেন, হত্যাকারী অনেকের সঙ্গে মিন্নির আগে ও পরে কথা হয়েছে। হত্যার পরিকল্পনাকারী হিসেবে মিন্নির নাম চার্জশিটে যুক্ত হবে এটা অনেকটা নিশ্চিত।
বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
তিন বিভাগে পেট্রলপাম্প ধর্মঘট
তেল বিক্রি বন্ধ, অচল হয়ে যেতে পারে সড়কপথ
- ঘুম আসে না? সমাধান মিলবে এভাবে ১০ ডিসেম্বর ২০১৯
- ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর ২০১৯
- নভেম্বরে মূল্যস্ফীতি ৬.০৫ শতাংশ ১০ ডিসেম্বর ২০১৯
- বিপিএলের ৭ দলের অধিনায়ক যারা ১০ ডিসেম্বর ২০১৯
- 'কোনো ধর্মই মানুষ হত্যার অনুমোদন দেয় না' ১০ ডিসেম্বর ২০১৯
- মিয়ানমারের বর্বরতার বর্ণনা দিল গাম্বিয়া, নির্বাক সু চি ১০ ডিসেম্বর ২০১৯
- সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট ১০ ডিসেম্বর ২০১৯
- নতুন রঙে ৫০ টাকার নোট ১০ ডিসেম্বর ২০১৯
- রিং সাইনের লেনদেন শুরু বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০১৯
- র্যাবের অভিযানে 'আল্লাহর দলের' সক্রিয় সদস্য আটক ১০ ডিসেম্বর ২০১৯
- ‘খালেদার মুক্তির নামে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পায়তারা হচ্ছে’ ১০ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে বাড়িঘর ভাঙচুর, মামলা নেয়নি পুলিশ ১০ ডিসেম্বর ২০১৯
- ইবিতে ভর্তি শেষে এখনো ৮৭২ আসন ফাঁকা! ১০ ডিসেম্বর ২০১৯
- বিনিয়োগকারীরা এসএমএসের মাধ্যমে পাবেন আরও ৮ সুবিধা ১০ ডিসেম্বর ২০১৯
- রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু ১০ ডিসেম্বর ২০১৯
- গেইনারের শীর্ষে মিরাকল ১০ ডিসেম্বর ২০১৯
- মৌসুমীর বাসায় ছাত্রলীগ নেতারা ১০ ডিসেম্বর ২০১৯
- নবমবার বাড়ানো হলো পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ১০ ডিসেম্বর ২০১৯
- শাহজালালে ২ ঘণ্টা ফ্লাইট উঠা-নামা বন্ধ কাল ১০ ডিসেম্বর ২০১৯
- ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ১০ ডিসেম্বর ২০১৯
- 'জঙ্গিবাদে জড়িতদের বড় হুজুর দিয়ে বোঝাতে হবে' ১০ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে ২৮ কোটি টাকার ১০ ডিসেম্বর ২০১৯
- মঙ্গলবার ৫০ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে ১০ ডিসেম্বর ২০১৯
- 'জঙ্গিরা কারাগারে থেকেও সংশোধন হচ্ছে না' ১০ ডিসেম্বর ২০১৯
- বন্দরেই বন্দি আমদানি করা পেঁয়াজ! ১০ ডিসেম্বর ২০১৯
- জীবননগরে টিসিবি কর্তৃক পেঁয়াজ বিক্রি শুরু ১০ ডিসেম্বর ২০১৯
- আরো তলানীতে শেয়ারবাজার: ৪১ মাস আগের অবস্থানে ডিএসই ১০ ডিসেম্বর ২০১৯
- গিবসের বিপিএল মিশন শুরু ১০ ডিসেম্বর ২০১৯
- এক দফা আন্দোলনের পরিকল্পনা বিএনপির ১০ ডিসেম্বর ২০১৯
- টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে লিভারপুল ১০ ডিসেম্বর ২০১৯