গত ৭ মাসে গড়ে প্রতিটি শেয়ারের দর কমেছে ৩.৬২ টাকা

রেজোয়ান আহমেদ : শেয়ারবাজারের মন্দাবস্থায় চলতি বছরের ৭ মাসে (জানুয়ারি-আগস্ট) তালিকাভুক্ত কোম্পানিগুলোর গড়ে প্রতিটির শেয়ার দর কমেছে ৩.৬২ টাকা বা ৭ শতাংশ। আর মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ০.২২ টাকা বা ৩.৫৫ শতাংশ।
দেখা গেছে, চলতি বছরের শুরুতে প্রতিটি শেয়ারের গড় দর ছিল ৫১.৬৭ টাকা ও ইউনিট দর ছিল ৬.১৯ টাকা। যা কমে ৩১ আগস্টে শেয়ার দর ৪৮.০৫ টাকায় ও ইউনিট দর ৫.৯৭ টাকায় দাড়িঁয়েছে। এ হিসাবে গত ৭ মাসে গড় শেয়ার দর কমেছে ৩.৬২ টাকা বা ৭ শতাংশ ও ইউনিট দর কমেছে ০.২২ টাকা বা ৩.৫৫ শতাংশ।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, চলতি বছরে সার্বিক শেয়ারবাজারের পতনের কারনে গড়ে শেয়ার ও ইউনিট দর কমেছে। এরমধ্যে কোন শেয়ারের দর বেশি, কোনটির দর কম কমেছে। এছাড়া এই পতনের মধ্যেও কিছু কোম্পানির শেয়ার দর বেড়েছে। গত কয়েক দিনে কিছু কোম্পানির শেয়ার দর ভিত্তিহীনভাবে দ্বিগুণ হওয়ার মতো ঘটনাও যেমন ঘটেছে, ঠিক একইভাবে আছে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারে ধারাবাহিক পতন। তবে সবমিলিয়ে শেয়ারবাজার মন্দাবস্থায় রয়েছে।
গত ৩১ আগস্ট তালিকাভুক্ত কোম্পানিগুলোর সব শেয়ারের দাম দাড়িঁয়েছে ৩ লাখ ২১ হাজার ৯৭০ কোটি ৫০ লাখ টাকায়। যা প্রতিটি শেয়ারের গড় দর ৪৮.০৫ টাকা। আর মিউচ্যুয়াল ফান্ডের সব ইউনিটের ৩ হাজার ৩০৩ কোটি ১০ লাখ টাকা গড়ে প্রতিটির দাড়িঁয়েছে ৫.৯৭ টাকা।
চলতি বছরের শুরুতে শেয়ার সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৩ কোটি ৭৪ লাখ ছিল। এগুলোর ওইসময় প্রতিটির গড় দর ছিল ৫১.৬৭ টাকা। আর মিউচ্যুয়াল ফান্ডের গড় ইউনিট দর ছিল ৬.১৯ টাকা। ওইসময় ৫৫৬ কোটি ১৮ লাখ ইউনিটের মোট দর ছিল ৩ হাজার ৪৪৫ কোটি ১০ লাখ টাকা।
বর্তমানে কোম্পানিগুলোর (মিউচুয়াল ফান্ড ছাড়া) পরিশোধিত মূলধন দাড়িঁয়েছে ৬৭ হাজার ১২ কোটি ৪০ লাখ টাকা। যা গড়ে ৩১৯টি কোম্পানির রয়েছে ২১০ কোটি ৭ লাখ টাকা। আর ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন দাড়িঁয়েছে ৫ হাজার ৫৩৪ কোটি ৭০ লাখ টাকা। যা গড়ে প্রতিটি মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন দাড়িঁয়েছে ১৪৯ কোটি ৫৯ লাখ টাকায়।
চলতি বছরের শুরুতে শেয়ারবাজারে ৩১১টি কোম্পানি ও ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড ছিল। ওইসময় কোম্পানিগুলোর প্রতিটির ২০৪ কোটি ৩০ লাখ টাকা গড়ে মোট ৬৩ হাজার ৫৩৭ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন ছিল। আর মিউচ্যুয়াল ফান্ডগুলোর ১৫০ কোটি ৩২ লাখ টাকা গড়ে মোট ৫ হাজার ৫৬১ কোটি ৮০ লাখ টাকার পরিশোধিত মূলধন ছিল।
এদিকে গত ৩০ জুন শেয়ারের গড় দর ছিল ৫১.৩৮ টাকা। আর ইউনিট দর ছিল ৬.৪৩ টাকা। ওইসময় ৬ হাজার ৬১২ কোটি ৮২ লাখ শেয়ারের দাম ছিল ৩ লাখ ৩৯ হাজার ৭৬৯ কোটি ৬০ লাখ টাকা। আর ৫৫৩ কোটি ৪৭ লাখ ইউনিটের দর ছিল ৩ হাজার ৫৫৯ কোটি ৬০ লাখ টাকা।
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০১৯/আরএ
এই বিভাগের অন্যান্য খবর
আইপিও ও রাইট শেয়ার ইস্যু
শেয়ারবাজার থেকে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থ সংগ্রহ
বিদায়ী সপ্তাহে সব সূচকে পতন
ডিএসইতে লেনদেন কমেছে ৭’শ কোটি টাকা
- চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা পাবেন গ্রাম পুলিশ ১৫ ডিসেম্বর ২০১৯
- গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০ ১৫ ডিসেম্বর ২০১৯
- যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা ১৫ ডিসেম্বর ২০১৯
- চুয়াডাঙ্গা থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার ১৫ ডিসেম্বর ২০১৯
- আইসিএমএবি এওয়ার্ড পেলো শেয়ারবাজারের ৩২ কোম্পানি ১৫ ডিসেম্বর ২০১৯
- 'কাজে আগ্রহ নেই পেট্রোবাংলা-বাপেক্সের কর্মকর্তাদের' ১৫ ডিসেম্বর ২০১৯
- নেট দুনিয়া তোলপাড় করছে সৃজিতের 'দ্বিতীয় পুরুষ' ১৫ ডিসেম্বর ২০১৯
- বিজয় দিবসে তিশার ‘চিৎকার’ ১৫ ডিসেম্বর ২০১৯
- চ্যালেঞ্জ নিয়ে আসছেন বুবলী ১৫ ডিসেম্বর ২০১৯
- বিজয় দিবস উপলক্ষে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ১৫ ডিসেম্বর ২০১৯
- মহান বিজয় দিবসে জাতীয় কর্মসূচি ১৫ ডিসেম্বর ২০১৯
- আলহাজ্ব টেক্সটাইলের এক পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা ১৫ ডিসেম্বর ২০১৯
- থ্যালাসের রাডার বসছে শাহজালালে, খরচ ৬৫০ কোটি টাকা ১৫ ডিসেম্বর ২০১৯
- মাটির নিচে থাকলেও দুর্নীতিবাজদের খুঁজে বের করতে হবেঃ হাইকোর্ট ১৫ ডিসেম্বর ২০১৯
- সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কারও প্রবেশ নয়ঃ পররাষ্ট্রমন্ত্রী ১৫ ডিসেম্বর ২০১৯
- বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতে ১৫ ডিসেম্বর ২০১৯
- কীর্তনখোলায় নৌ-দুর্ঘটনাঃ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১৫ ডিসেম্বর ২০১৯
- ব্লকে ১০ কোম্পানির সাড়ে ১৯ কোটি টাকার লেনদেন ১৫ ডিসেম্বর ২০১৯
- রবিবার ৫৪ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে ১৫ ডিসেম্বর ২০১৯
- ইউটিউবে দেখা যাবে 'ঢাকা অ্যাটাক' ১৫ ডিসেম্বর ২০১৯
- নায়িকা হয়েই বড় পর্দায় ফিরছেন শাবনূর ১৫ ডিসেম্বর ২০১৯
- সাড়ে ৪ হাজারের নিচে নামল ডিএসইএক্স ১৫ ডিসেম্বর ২০১৯
- মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ ১৫ ডিসেম্বর ২০১৯
- 'নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়' ১৫ ডিসেম্বর ২০১৯
- কৌতিনহোর হ্যাটট্রিকে বড় জয় পেলো বায়ার্ন ১৫ ডিসেম্বর ২০১৯
- বিপিএলে ঘরের ছেলেরাই এগিয়ে ১৫ ডিসেম্বর ২০১৯
- প্লাস্টিক ব্যবহার বন্ধে জনসচেতনতার আহ্বান ডিএনসিসি মেয়রের ১৫ ডিসেম্বর ২০১৯
- কেরানীগঞ্জে আগুন, আরও ২ জনের মৃত্যু ১৫ ডিসেম্বর ২০১৯
- ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর ২০১৯
- হাজার টাকার পোশাক কিনলেই পেঁয়াজ ফ্রি! ১৫ ডিসেম্বর ২০১৯