businesshour24.com

ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৬


ব্লকে ৪১ কোটি টাকার লেনদেন

০৩:৩১পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৪০ লাখ ২ হাজার ২৬৭টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ৪১ কোটি ৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭২ লাখ ৫৫ টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।

এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের ২৯ লাখ ৪৬ হাজার টাকার, নাভানা সিএনজির ৪৯ লাখ ৯০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫০ লাখ ৩৬ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২১ লাখ ৪২ হাজার টাকার, সিঙ্গার বিডির ৫১ লাখ ১৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৮৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০১৯/এস

এই বিভাগের অন্যান্য খবর

উপরে