sristymultimedia.com

ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬


মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি

১২:৪৩পিএম, ০৪ অক্টোবর ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : সংরক্ষণ করে রাখা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি হয়ে গেছে। গত বুধবার মধ্যপ্রদেশের রেওয়ায় 'বাপু ভবনে' এ ঘটনা ঘটে। এদিন ছিল তার সার্ধশত জয়ন্তী। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসির।

জানা গেছে, রেওয়ার বাপু ভবনে গান্ধীর দেহভস্ম নেয়া হয় ১৯৪৮ সালে। এক উগ্র হিন্দুত্ববাদীর হাতে খুন হন তিনি। হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ায় উগ্র হিন্দুরা তাকে বিশ্বাসঘাতক মনে করে থাকে।

এদিকে, মধ্যপ্রদেশ পুলিশ বলেছে, এ ধরনের ঘটনা জাতীয় ঐক্য ও শান্তি বিনষ্টের নামান্তর। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বাপু ভবনের তত্ত্বাবধায়ক মঙ্গল তিওয়ারি বলেন, গান্ধীজির জন্মদিনে বুধবার সকালে বাপু ভবনের দরজা সবার জন্য খুলে দেয়া হয়।

বেলা ১১টার দিকে তিনি ভবনে ফিরে দেখেন বাপুর দেহভস্ম নেই। তার পোস্টারও বিকৃত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতা গুরমিত সিং থানায় একটি অভিযোগ করেছেন।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে