businesshour24.com

ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৬


এবার হোটেলের শুভেচ্ছাদূত মৌসুমী

০৩:১৫পিএম, ০৮ অক্টোবর ২০১৯


বিনোদন ডেস্ক : শুভেচ্ছাদূত হিসেবে কাজ করাটা চিত্রনায়িকা মৌসুমীর জন্য নতুন নয়। এর আগে ইউনিসেফসহ বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এবার একটি চার তারকা হোটেলের জন্য এই ভূমিকায় দেখা যাবে তাকে।

কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত ‘বে-হিলস হোটেল’-এর শুভেচ্ছাদূত হয়েছেন এই প্রিয়দর্শিনী। সম্প্রতি হোটেলটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

মৌসুমী জানান, 'বে-হিলস হোটেল' কক্সবাজারের হিমছড়ির মেরিন ড্রাইভের রাস্তায় গড়ে ওঠা একটি চার তারকা মানের হোটেল। গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট এটি। খুব শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ সবকিছু জানাবেন।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, হোটেলটির জন্য বিজ্ঞাপনসহ নানা ধরনের জনবান্ধব কাজ করবেন এই তারকা।

বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে