'টাকা ছাড়া মঞ্চে উঠতে চাননি রিয়াজ-ফেরদৌস'

বিনোদন ডেস্ক : ফেরদৌস-রিয়াজ শিল্পী কল্যাণ ফান্ডের অনুষ্ঠানে টাকা ছাড়া মঞ্চে উঠতে চাননি বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সাম্প্রতিক সময়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতেই এ সব কথা বলেন তিনি।
জায়েদ খান বলেন, চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ তহবিল গঠনের জন্য আমরা নরসিংদীর ড্রিম হলিডে পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে ৫০ হাজার টাকা করে পারিশ্রমিকচেয়ে বসেন রিয়াজ ভাই, ফেরদৌস ভাই।
আমি বলি ভাই আপনাদের আসা যাওয়ার খরচটা দেবো। কিন্তু তারা অনুষ্ঠান করবেন না বলে জানিয়ে দেন। অনুষ্ঠান থেকে উঠে আসা টাকা থেকে ৪ লাখ টাকা আমি তাদের দিয়ে দেই। রিয়াজ ভাই, ফেরদৌস ভাই পপি প্রত্যকেই ৫০ হাজার টাকা করে নেন।
অপু বিশ্বাস নিয়েছে আরো কয়েকজন নিয়েছে, সেটা নিক। তারা কমিটির না। কিন্তু ফেরদৌস ভাই, রিয়াজ ভাই কমিটির লোক হয়ে এমনটা করেছে এটা আসলে মানা যায় না।
শিল্পী সমিতির এই নেতা আরো বলেন, আমি এসব কথা আজকে বলতাম না। খুব দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে কেননা ফেরদৌস ভাই, রিয়াজ ভাই দুইজন ভিন্নভিন্নভাবে আমাকে আক্রমণ করছে।
ফেরদৌস ভাই বলেন আমি নাকি অনেক রাত পর্যন্ত শিল্পী সমিতি খোলা রাখি, রিয়াজ ভাই টাকার গড়মিল নিয়ে কথা বলে। তারা কমিটির লোক হয়ে কী করেছে, এই যে পিকনিক, দোয়া খায়ের, ইফতার সব আমি আর মিশা ভাই মিলেই করি।'
সম্প্রতি ভিন্ন ভিন্ন গণমাধ্যমে অভিনেতা রিয়াজ ও চিত্রনায়ক ফেরদৌসের বক্তব্যে উঠে আসে চলচ্চিত্র শিল্পী সমিতি ও জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ। এসবের বিপরীতে কথা বলতে গিয়েই জায়েদ খান উল্টো তোপ দাগলেন রিয়াজ ও ফেরদৌসকে।
বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
- দেশের উন্নয়নে এনডিসি গ্র্যাজুয়েটদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ০৮ ডিসেম্বর ২০১৯
- কাল ঢাবি’র ৫২তম সমাবর্তন ০৮ ডিসেম্বর ২০১৯
- প্রধানমন্ত্রীর সাথে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময় ০৮ ডিসেম্বর ২০১৯
- রেল দুর্ঘটনা, ইতিহাস বৃত্ত পর্যালোচনা ০৮ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস ০৮ ডিসেম্বর ২০১৯
- মির্জাপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ০৮ ডিসেম্বর ২০১৯
- কাপড়ের দোকানে ডাকাতি, ৭০ লাখ টাকার মালামাল লুট ০৮ ডিসেম্বর ২০১৯
- আকন্দবাড়িয়ার মাদকসম্রাট হাবিবুর র্যাবের হাতে আটক ০৮ ডিসেম্বর ২০১৯
- দিবা-রাত্রির টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ০৮ ডিসেম্বর ২০১৯
- বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ০৮ ডিসেম্বর ২০১৯
- তারকাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ০৮ ডিসেম্বর ২০১৯
- বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে ০৮ ডিসেম্বর ২০১৯
- ডাকসু ভিপির পদত্যাগ চান রাব্বানী, নুরের 'না' ০৮ ডিসেম্বর ২০১৯
- চলচ্চিত্রের উন্নয়নে মফস্বল শহরের হলগুলোতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ০৮ ডিসেম্বর ২০১৯
- মিথিলা-ফাহমির ছবি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার নির্দেশ ০৮ ডিসেম্বর ২০১৯
- 'তদন্ত করছে কমিশন, এখানে অন্য কারো কথা বলাই উচিত নয়' ০৮ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে ১৩ কোম্পানির ০৮ ডিসেম্বর ২০১৯
- ৯৪ শতাংশ ব্যাংকের শেয়ার দরে ধস ০৮ ডিসেম্বর ২০১৯
- ডিএসইর নির্বাচনে মনোনয়ন সংগ্রহ শুরু সোমবার ০৮ ডিসেম্বর ২০১৯
- 'দুঃখী-মেহনতি মানুষের সেবা নিশ্চিত করতে হবে' ০৮ ডিসেম্বর ২০১৯
- রুম্পার হত্যাকারী সৈকত! ০৮ ডিসেম্বর ২০১৯
- তাহসান-শাওনের বিয়ের গুজব! ০৮ ডিসেম্বর ২০১৯
- ক্রিকেটে সোনা জিতলো সালমারা ০৮ ডিসেম্বর ২০১৯
- সচিবালয়ের পাশে হর্ন বাজালেই জেল-জরিমানা ০৮ ডিসেম্বর ২০১৯
- বড় পতনে ৩ বছর পেছনে ফিরে গেল ডিএসই ০৮ ডিসেম্বর ২০১৯
- রুম্পার কথিত প্রেমিক সৈকতকে গ্রেফতার দেখালো পুলিশ ০৮ ডিসেম্বর ২০১৯
- আগুনে শাশা ডেনিমসের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি ০৮ ডিসেম্বর ২০১৯
- বিদ্যুতের প্রিপেইড মিটার এখন গ্রাহকের গলার কাঁটা! ০৮ ডিসেম্বর ২০১৯
- অ্যাসেট ম্যানেজার পরিবর্তনের স্থগিতাদেশ প্রত্যাহার আপিল বিভাগে বহাল ০৮ ডিসেম্বর ২০১৯
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকালে ০৮ ডিসেম্বর ২০১৯