ভারতের সঙ্গে চুক্তি নিয়ে স্ট্যাটাস, আঃলীগ নেতা বহিষ্কার

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. শেখ বাহারুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ফেসবুকে ‘ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি’ নিয়ে স্ট্যাটাস দেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে না, তা আগামী ৭ দিনের ভিতরে জানাতে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
এ ব্যাপারে ডা. শেখ বাহারুল আলম বলেন, আমি এখন পর্যন্ত অফিসিয়াল কোনো কাগজ বা চিঠি পাইনি। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক ও আওয়ামী লীগের একজন কর্মী। দেশের পক্ষে কথা বলা ও ভারতের বিপক্ষে কথা বলা কখনোই দলের বিরুদ্ধে কথা বলা হতে পারে না। এটা কোনভাবেই দলীয় বিরোধী ও দলীয় সরকার বিরোধী বা রাষ্ট্র বিরোধী তো নয়।
বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে হলে অবশ্যই অভিযুক্ত সদস্য বা নেতাকে নোটিশ দিতে হয়। কী বক্তব্যে গঠনতন্ত্রের কোনও ধারা লঙ্ঘন করা হয়েছে, তা তাকে জানাতে হয়। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। প্রয়োজন হলে তার বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে হয়। এর কোনোটাই জেলা আওয়ামী লীগের সভাপতি করেননি। নির্ধারিত কোনও সভা ছিল না। ওইদিন যে সভায় সিদ্ধান্ত হয়, সে সভা পূর্বনির্ধারিত কোনও সভাও ছিল না। সভায় আমার বিষয়টি নিয়ে কোনও এজেন্ডাও ছিল না। অন্য একটি বিষয়ে সভা চলছিল। সেখানে থেকে নেতাকর্মীদের ডেকে এনে অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হয়। পুরোটাই ওনার (সভাপতির) একতরফা কাজ। এক ধরনের স্বৈরাচারী প্রতিহিংসার বশবর্তী হয়েই তিনি এ কাজ করেছেন। অভিযোগ আনতে হলে ওনার (সভাপতি) বিরুদ্ধেই অভিযোগ আনতে হয়। কারণ উনি (সভাপতি) দলের গঠনতন্ত্র নিয়মনীতি কিছুই মানেন না।’
খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল বলেন, ‘আওয়ামী লীগ নেতা ডা. বাহারুল আলম তার ফেসবুক পোস্টে যা লিখেছেন, সেখানে সরকার এবং দলের প্রধান বিরোধী বক্তব্য আসছে। আমাদের জানা মতে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা যা করেছেন তার সবই দেশের স্বার্থে, বাংলাদেশে স্বার্থেই করেছেন। এখানে দেশের স্বার্থ উপেক্ষিত হওয়ার বিষয়ে ডা. বাহারুল আলম যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। জাতির জনক বাংলাদেশের জন্য আন্দোলন করে দেশকে স্বাধীন করেছেন। তার বাংলাদেশে কখনো স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে না−এমন কোনও চুক্তি জননেত্রী শেখ শেখ হাসিনা করতে পারেন না। যার অনেক নজির আছে। বিগত দিনে দেশের কোনও সরকার বা দলীয় প্রধানের এ ধরনের নজির নেই। একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই দেশের প্রথম, যিনি দেশের স্বার্থ একচুলও ছাড় দেন না। তার বিষয় নিয়ে ডা. বাহারুল আলম যে বক্তব্য দিয়েছেন তা নিন্দনীয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই দলীয় জরুরি সভা করে আমরা তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। আজকের মধ্যে তিনি চিঠিও পেয়ে যাবেন। সদুত্তর না পেলে আমরা তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠাবো।’
উল্লেখ্য, ডা. বাহারুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো
“ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি বলা হলেও বাস্তবে একপক্ষীয় সিদ্ধান্ত–বাংলাদেশের জনগণের স্বার্থ ও অধিকার চরম উপেক্ষিত
...........................
দুর্বল অবস্থানে থেকে বন্ধুপ্রতিম শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের সাথে বৈঠকে-ফলাফল শক্তিধরের পক্ষেই আসে। বাংলাদেশ-ভারত উভয়-পক্ষীয় সমঝোতা স্মারক নাম দেওয়া হলেও বাস্তবে একপক্ষীয় সিদ্ধান্তই মেনে নিতে হয় দুর্বল রাষ্ট্রকে।
ভারত বাংলাদেশ থেকে তার সকল স্বার্থই আদায় করে নিয়েছে। বিপরীতে বাংলাদেশ ভারতের কাছ থেকে এখনও ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি।
১) দীর্ঘদিনের আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন এবারের দ্বিপক্ষীয় আলোচনায় স্থান পায়নি।
২) ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করে কিছু না বললেও তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ হুংকার দিয়েছে নাগরিকপঞ্জিতে বাদ পড়া জনগণকে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। তারপরেও এবারের সমঝোতা চুক্তিতে ‘অভ্যন্তরীণ’ অজুহাতে বিষয়টি স্থান পায়নি।
৩) বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী মায়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের বিষয়ে ভারত কিছু বলেনি।
৪) তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে চুপ থাকলেও বাংলাদেশ অংশের ফেনী নদীর পানি ত্রিপুরা রাজ্যের পানীয় জল হিসাবে প্রতিদিন ১.৮২ কিউসেক টেনে নেবে ভারত। এ বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে।
৫) বাংলাদেশের জনগণের তরল গ্যাসের চাহিদা পূরণের ঘাটতি থাকলেও ভারতে তরল গ্যাস রফতানির সিদ্ধান্ত হয়েছে এবং যৌথভাবে সে প্রকল্প উদ্বোধনও হয়েছে।
৬) চট্টগ্রাম ও মংলা বন্দর ভারত কীভাবে ব্যবহার করবে, তা নির্ধারিত হলেও বাংলাদেশের জন্য ব্যবহারযোগ্য ভারতের কোনও বন্দর সেই তালিকায় ছিল না।
অমানবিক আচরণের শিকার হয়েও বাংলাদেশ পানি ও গ্যাস সরবরাহ দিয়ে মানবিকতার প্রদর্শন করেছে। বাংলাদেশের মানুষের স্বার্থ ও অধিকার উপেক্ষিত রেখে দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে।
শক্তিধর প্রতিবেশীর আধিপত্যের চাপ এতোই তীব্র যে ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় থাকবে কিনা আশংকা হয়। কারণ ভারতের চাপিয়ে দেওয়া সকল সিদ্ধান্ত বাংলাদেশকে মেনে নিতে হচ্ছে।”
বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০১৯/আর
এই বিভাগের অন্যান্য খবর
তিন বিভাগে পেট্রলপাম্প ধর্মঘট
তেল বিক্রি বন্ধ, অচল হয়ে যেতে পারে সড়কপথ
- দেশের উন্নয়নে এনডিসি গ্র্যাজুয়েটদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ০৮ ডিসেম্বর ২০১৯
- কাল ঢাবি’র ৫২তম সমাবর্তন ০৮ ডিসেম্বর ২০১৯
- প্রধানমন্ত্রীর সাথে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময় ০৮ ডিসেম্বর ২০১৯
- রেল দুর্ঘটনা, ইতিহাস বৃত্ত পর্যালোচনা ০৮ ডিসেম্বর ২০১৯
- কালিহাতীতে বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস ০৮ ডিসেম্বর ২০১৯
- মির্জাপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ০৮ ডিসেম্বর ২০১৯
- কাপড়ের দোকানে ডাকাতি, ৭০ লাখ টাকার মালামাল লুট ০৮ ডিসেম্বর ২০১৯
- আকন্দবাড়িয়ার মাদকসম্রাট হাবিবুর র্যাবের হাতে আটক ০৮ ডিসেম্বর ২০১৯
- দিবা-রাত্রির টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ০৮ ডিসেম্বর ২০১৯
- বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ০৮ ডিসেম্বর ২০১৯
- তারকাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ০৮ ডিসেম্বর ২০১৯
- বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে ০৮ ডিসেম্বর ২০১৯
- ডাকসু ভিপির পদত্যাগ চান রাব্বানী, নুরের 'না' ০৮ ডিসেম্বর ২০১৯
- চলচ্চিত্রের উন্নয়নে মফস্বল শহরের হলগুলোতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ০৮ ডিসেম্বর ২০১৯
- মিথিলা-ফাহমির ছবি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার নির্দেশ ০৮ ডিসেম্বর ২০১৯
- 'তদন্ত করছে কমিশন, এখানে অন্য কারো কথা বলাই উচিত নয়' ০৮ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে ১৩ কোম্পানির ০৮ ডিসেম্বর ২০১৯
- ৯৪ শতাংশ ব্যাংকের শেয়ার দরে ধস ০৮ ডিসেম্বর ২০১৯
- ডিএসইর নির্বাচনে মনোনয়ন সংগ্রহ শুরু সোমবার ০৮ ডিসেম্বর ২০১৯
- 'দুঃখী-মেহনতি মানুষের সেবা নিশ্চিত করতে হবে' ০৮ ডিসেম্বর ২০১৯
- রুম্পার হত্যাকারী সৈকত! ০৮ ডিসেম্বর ২০১৯
- তাহসান-শাওনের বিয়ের গুজব! ০৮ ডিসেম্বর ২০১৯
- ক্রিকেটে সোনা জিতলো সালমারা ০৮ ডিসেম্বর ২০১৯
- সচিবালয়ের পাশে হর্ন বাজালেই জেল-জরিমানা ০৮ ডিসেম্বর ২০১৯
- বড় পতনে ৩ বছর পেছনে ফিরে গেল ডিএসই ০৮ ডিসেম্বর ২০১৯
- রুম্পার কথিত প্রেমিক সৈকতকে গ্রেফতার দেখালো পুলিশ ০৮ ডিসেম্বর ২০১৯
- আগুনে শাশা ডেনিমসের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি ০৮ ডিসেম্বর ২০১৯
- বিদ্যুতের প্রিপেইড মিটার এখন গ্রাহকের গলার কাঁটা! ০৮ ডিসেম্বর ২০১৯
- অ্যাসেট ম্যানেজার পরিবর্তনের স্থগিতাদেশ প্রত্যাহার আপিল বিভাগে বহাল ০৮ ডিসেম্বর ২০১৯
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকালে ০৮ ডিসেম্বর ২০১৯