businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


স্পেনকে রুখে দিলো নরওয়ে

১১:১৪এএম, ১৩ অক্টোবর ২০১৯

স্পোর্টস ডেস্ক : এ ম্যাচ জিতলেই বাছাইয়ের তিন ম্যাচ হাতে রেখে আগামী বছরের ইউরোতে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে ফেলতে পারত স্পেন। কিন্তু শেষ সময়ে গোল হজম করে ড্র করে বসেছে তুলনামূলক দুর্বল নরওয়ের সঙ্গে।

নরওয়ের মাঠে খেলতে গিয়ে ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সাজায় দারুণ এক আক্রমণ। কিন্তু সে দফায় গোল পায়নি তারা।

এমনকি পুরো প্রথমার্ধ জুড়েই স্প্যানিশদের হতাশ করে নরওয়ের রক্ষণভাগ। তবে সুযোগ বুঝে স্বাগতিকরাও কয়েকবার উঠে যায় আক্রমণে। তবে পায়নি গোলের দেখা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরুতেই আক্রমণে যায় স্পেন। এবার আর খালি হাতে ফিরতে হয়নি রবার্তো মরেনোর শিষ্যদের। ডি-বক্সের বাইরে থেকে আচমকা এক শটে নরওয়ের জাল কাঁপান মিডফিল্ডার সাউল নিগেজ। তার এই গোলে লিড নেয় স্পেন।

এরপর বেশ কিছু সাজানো আক্রমণ সাজিয়েও গোল পায়নি কোনো দল। মনে হচ্ছিল ন্যুনতম ব্যবধানে জিতেই মাঠ ছাড়বে স্পেন।

কিন্তু খেলার একদম শেষদিকে, অতিরিক্ত যোগ করা সময়েরও চতুর্থ মিনিটে স্পেনের গোলরক্ষক কেপার ফাউলের কারণে পেনাল্টি পায় নরওয়ে। সফল স্পটকিকে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন জশুয়া কিং।

বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে