sristymultimedia.com

ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬


বাগদান ভাঙলো চিত্রনায়িকা জলির

১২:১০পিএম, ১৩ অক্টোবর ২০১৯

বিনোদন ডেস্ক : দেশের শোবিজে পাড়ায় সংসার ভাঙ্গা গড়ার খবর কিছুদিন পর পরই শোনা যায়। কিন্তু ইদানীং বাগদান ভাঙ্গার খবরেও সিনে পাড়ার নায়িকাদের সংবাদের শিরোনাম হতে দেখা যাচ্ছে।

চিত্রনায়িকা পরীমনির পর এবার বাগদান ভেঙ্গেছে চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির। সম্প্রতি গণমাধ্যমের কাছে নিজের বাগদান ভাঙ্গার কথা স্বীকার করেছেন এই অভিনেত্রী।

জলি গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের এখন আর সম্পর্ক নেই। বাগদানের মাস খানেক পর থেকে এই অবস্থা। আমিই সম্পর্ক রাখিনি। আমার সঙ্গে ওর এখন আর কোনো যোগাযোগ নেই। তবে কি কারণে এমন সিদ্ধান্ত তা নিয়ে কোন মন্তব্য করেননি এই অভিনেত্রী।

জানা গেছে, চলতি বছরের ১৬ মে দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে গুলশানের নিকেতনের নিজের বাসার দুই পরিবারের সদস্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন জলি।

উল্লেখ্য, জলি ২০১৬ সালে 'অঙ্গার' সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর 'নিয়তি', 'মেয়েটি এখন কোথায় যাবে' সিনেমায় অভিনয় করেছেন। আর মুক্তির অপেক্ষায় আছে 'ডেঞ্জার জোন'।

বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০১৯/এ

উপরে