businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


ব্রাজিলের বিপক্ষে মাঠে ফিরছেন মেসি

১১:৩৭এএম, ১৪ অক্টোবর ২০১৯

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পরের ম্যাচেই ঢাকার মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবার কথা দলটির। আর্জেন্টাইন কোচও জানিয়েছেন, নভেম্বরের সবগুলো ম্যাচ খেলবেন মেসি।

গেল কোপা আমেরিকার সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন মেসি। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলকে তো ‘দুর্নীতিগ্রস্ত’ই বলে বসেন আর্জেন্টিনা অধিনায়ক!

এমন মন্তব্যের জেরে তিন মাসের জন্যে নিষিদ্ধ হন ছয় বারের ফিফা বর্ষসেরা এই তারকা। তিন মাসের সে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরবেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

গতকাল রবিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবার আগে আর্জেন্টিনা কোচ সাংবাদিকদের জানান, আগামী মাসে ব্রাজিলের বিপক্ষে খেলবেন তার আরেক সতীর্থ সার্জিও আগুয়েরোও।

স্ক্যালোনি বলেন, মেসি এখানে আমাদের সঙ্গে খেলছে না নিষেধাজ্ঞার কারণে। তবে আগামী মাসে মেসিকে জাতীয় দলে ফিরে পাব, এটা নিশ্চিত।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে