sristymultimedia.com

ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬


প্রেমিক নেহালকেই বিয়ে করছেন সাবিলা নূর

১২:১৮পিএম, ১৪ অক্টোবর ২০১৯


বিজনেস আওয়ার প্রতিবেদক : দীর্ঘ দিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূরের একাধিক ঘনিষ্ঠ সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাত্র নেহাল সুনন্দ তাহের পেশায় একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি বেসরকারি এসএটিভিতে কর্মরত রয়েছেন। তার দেশের বাড়ি চাঁদপুর।

নাম প্রকাশ না করার শর্তে সাবিলা নূরের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, আগামী ২৫ অক্টোবর তাদের বিয়ে। এরই মধ্যে ভারতে গিয়ে বিয়ের শপিং করে এসেছেন দুইজন। এছাড়া চলতি মাসের শুরু থেকে বিয়ের জন্য একাধিক নাটকের কাজ ফিরিয়েছেন এই অভিনেত্রী।

যদিও এ প্রসঙ্গে কথা বলতে সাবিলা নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে এরই মধ্যে সাবিলা নূরের বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। এরপর কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন তিনি। সাবিলার প্রথম অভিনীত নাটক ‘ইউ টার্ন’।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০১৯/এ

উপরে