businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


আ.খ.ম হাসানের 'কালো জামাই'

০২:৩৯পিএম, ১৪ অক্টোবর ২০১৯


বিনোদন ডেস্ক : গায়ের রঙ বদলে কুঁচকুচে কালো হয়ে গেছে। কেউ কেউ কালুকে কাউয়া বলেও ডাকে। হঠাৎ করে এই অভিনেতাকে দেখলে চিনতেই পারবেন না দর্শক। হঠাৎ এই অভিনেতার এই কী হাল?

জানা গেলো, গ্রামের মানুষের তাকে ডাকে কালু বলে। তবে কালু সব সময় হাসি-খুশি থাকে। কালুর বিয়েও হয়। আর বাসর ঘরে কুচকুচে কাল কালুকে দেখে তার স্ত্রী অরিন অজ্ঞান হয়ে যায়।

অন্যদিকে কালুর ভাইরা ভাই নিথর মাহবুব সুন্দর হওয়ার কারণে নিজের প্রশংসায় নিজেই সে সব সময় পঞ্চমুখ থাকে। এমনই গল্প নিয়ে স্বপ্নের কারিগরের ব্যানারে নির্মিত হয়েছে একক নাটক ‘কালো জামাই’।

নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস ও পরিচালনায় আর আইচ সোহেল। নির্বাহী প্রযোজক বেগম রোকেয়া। নাটকটিতে আবুল কালাম চরিত্রে অভিনয় করছেন আখম হাসান। তার স্ত্রী মিথিলা চরিত্রে অভিনয় করেছেন অরিন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন সীমানা শীলা, বিপ্লব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, ফরহাদ সরকার, আফতাব উদ্দিন, নবাব তুহিন প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি শিগগিরই একটি বে-সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে