businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড

১১:৩২এএম, ১৫ অক্টোবর ২০১৯

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে বুলগেরিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ৯৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং ও রস বার্কলে। আর একটি করে গোল করেন হ্যারি কেইন ও মার্কাস র‌্যাশফোর্ড।

আগের ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ২-১ গোলের হারের ক্ষত এ ম্যাচে ভালোই শোধ তুলে নিল ইংলিশরা। এর আগে গত মাসে নিজেদের মাঠে ৪-০ ব্যবধানে বুলগেরিয়াকে হারিয়েছিল সাউথগেটের শিষ্যরা।

ভাসিল লেভস্কি জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বুলগেরিয়ার জন্য সোমবার রাতটা ছিল দুঃস্বপ্নের। ইংল্যান্ডের কাছে ৬ গোল খেতে হবে, এটা সম্ভবত স্বপ্নেও তারা কল্পনা করেনি। ম্যাচের ৭ম মিনিটেই গোল করে ইংলিশদের এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড।

ম্যাচের ২০ মিনিটের সময় রস বার্কলে দ্বিতীয়বার বল জড়িয়ে দেন বুলগেরিয়ার জালে। এর ১২ মিনিট পর (৩২তম মিনিটে) আবারও গোল। এবারও গোল করেন রস বার্কলে।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে চতুর্থ গোল করেন রাহিম স্টার্লিং। ম্যাচের ৬৯তম মিনিটে আবারও গোল করেন রাহিম স্টার্লিং। হ্যারি কেইন ৮৫ মিনিটে শেষবার বুলগেরিয়ার জালে বল জড়িয়ে হাফ ডজন গোল পূর্ণ করেন।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

শেষ টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ
মধুর সমাপ্তি, নাকি খালি হাতে ফেরা!

উপরে