sristymultimedia.com

ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬


জীবননগরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

১২:৩৩পিএম, ১৫ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ব্র্যাকের সহযোগীতায় চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ পালিত হয়েছে।

এই দিবসটির এবারের স্লোগান ছিলো "সকলের জন্য উন্মুক্ত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ্য জীবন" ও "সকলের হাত পরিচ্ছন্ন থাক"

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

এছাড়া উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০১৯/এন/এ

উপরে