businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


'বসন্ত বিকেল'-এ নিরবের নায়িকা উষ্ণ

০৩:৫৪পিএম, ১৯ অক্টোবর ২০১৯

বিনোদন ডেস্ক : বেশ অনেকদিন আগে 'বসন্ত বিকেল' নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা রফিক সিকদার। ছবির নায়ক নিরব আগেই চূড়ান্ত ছিলেন। তবে নায়িকা নিয়ে মুখে কুলুপ এটে ছিলেন নির্মাতা। অবশেষে নতুন মুখ উষ্ণ হক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ প্রসঙ্গে রফিক সিকদার বলেন, 'বসন্ত বিকেল' আমার স্বপ্নের চলচ্চিত্র। নিজের সেরাটা দিয়েই কাজটি করতে চাই। সিনেমা হলে দর্শক ভালো একটি গল্প দেখতে পাবেন।

জানা গেছে, আসছে ১ নভেম্বর বিএফডিসি-তে জমকালো আয়োজনে 'বসন্ত বিকেল'র মহরত অনুষ্ঠিত হবে। এরপর ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে পাবনায়।

ছবির গল্পে দেখা যাবে, মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে শিশুকাল থেকে হাতে হাত রেখে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে দুই স্বপ্নবাজ যুবক-যুবতীর।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন। এই যুবক-যুবতীর গভীর প্রেমের বিয়োগান্তক পরিণতির সিনেমা ‘বসন্ত বিকেল’। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা রফিক সিকদার নিজেই।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে