businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


ওমর ফারুক বহিষ্কার, তাপসকে নিয়ে গুঞ্জন

০৮:৫১পিএম, ২০ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া যুবলীগ চেয়ারম্যানের বর্তমান বয়স ৭১ বছর। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি জনগণের নজর থেকে দূরে রয়েছেন।

এদিকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হতে পারে ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে এমন গুঞ্জন উঠেছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এমনটি দাবি করে অভিনন্দন জানাচ্ছেন তার কর্মী-সমর্থকরা।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যারিস্টার তাপসকে অভিনন্দন জানানো শুরু করেন সরকার দলীয় কর্মী-সমর্থকরা।

তাপস হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি
আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

উপরে