businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


যুবলীগের নতুন আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুনুর রশীদ

০৯:৪৬পিএম, ২০ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ যুবলীগের সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন চয়ন ইসলাম। এছাড়া সদস্য সচিব করা হয়েছে হারুনুর রশীদকে।

রোববার (২০ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান।

এছাড়া যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যুবলীগের নতুন বয়স নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে এ বৈঠক শুরু হয়। এতে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ ৩৬ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

এদিকে, যুব এবং সভাপতিমণ্ডলীর তিন সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিয়ার রহমান দীপুর ডাক পড়েনি এ গুরুত্বপূর্ণ এ বৈঠকে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি
আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

উপরে