businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


সীমান্তে ৮৩৪ বোতল ফেনসিডিল আটক

০৮:০৩পিএম, ২২ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার (জীবননগর প্রতিনিধি) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ৮৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

খালিশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ৫৮ বিজিবির অধীনস্থ ধোপাখালী বিওপির টহল দল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৮৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবির হাতে মাদকের এসব বড় বড় চালান আটক হওয়ায় জীবননগর উপজেলাবাসী ৫৮ বিজিবির পরিচালক, সহকারী পরিচালক এবং মাদক উদ্ধারে সংশ্লিষ্ট সকল বিজিবি সদস্যদের সাধুবাদ জানিয়েছে।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে