businesshour24.com

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬


খালেদার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল

০৯:৫৪পিএম, ২২ অক্টোবর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে এ মশাল মিছিল করেছে দলটি।

মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে মশাল মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড হয়ে বাটা সিগন্যাল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মশাল মিছিল শুরুর আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রীর মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে। আমরা অবিলম্বে দেশনেত্রীর মুক্তির দাবি জানাচ্ছি।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি
আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

উপরে