sristymultimedia.com

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬


চুয়াডাঙ্গায় ইট ভাটার মাটি চাঁপা পড়ে শিশুর মৃত্যু

০৬:৪৩পিএম, ০৪ নভেম্বর ২০১৯


বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গায় ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে ৬ বছরের শিশু জিহাদের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ জীবননগর উপজেলার বাঁকা আশতলা পাড়ার দিনমুজুর তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয় জানায়, সোমবার দুপুরে শিশু জিহাদ ও তার বন্ধু আরিফিন মিলে পাশে এ এন জে এম ইট ভাটায় খেলা করতে যায়।এ সময় ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে পড়লে আরিফিন প্রানে বাঁচলেও জিহাদের মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, পারিবারিক সুত্রে জানতে পারি শিশু জিহাদ এবং তার বন্ধুরা সেখানে খেলা করতে গেলে মাটির স্তুপ ধ্বসে যায় এ ঘটনায় আরিফিন প্রানে বেঁচে যায় এবং জিহাদ ঘটনা স্থানে মারা যায়।

তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে যদি কোন অভিযোগ করে তা হলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০১৯/এএন/এ

উপরে