sristymultimedia.com

ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯, ৪ অগ্রহায়ণ ১৪২৬


স্টক ডিলাররাও প্রভিশন সংরক্ষণে সুবিধা পাবে

০৪:৫৪পিএম, ০৫ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যহ্রাস জনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে যে সুবিধা আর্থিক প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডসমূহ ও মার্কেন্ট ব্যাংকাসমূহ পেয়ে থাকে স্টক ডিলার সমূহকেও একই সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৭০৪তম কমশিন সভায় এ সিদ্ধান্ত গ্রহীহ হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচারক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

লেনদেনের প্রথমদিনে সার্কিট ব্রেকার চালুর সিদ্ধান্ত
আবারো বেড়েছে একই তথ্য ব্যবহারে খোলা একাধিক বিও বন্ধের সময়
রিং সাইন নিয়ে ‘শেয়ারবাজার প্রতিদিন ডটকম’-এ মিথ্যা খবর

জানা গেছে, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যহ্রাস জনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে যে সুবিধা আর্থিক প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডসমূহ ও মার্কেন্ট ব্যাংকাসমূহ পেয়ে থাকে, ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের (ডিবিএ) আবেদনের প্রেক্ষিতে স্টক ডিলার সমূহকেও প্রভিশন সংরক্ষণ সংক্রান্ত অনুরুপ সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহীহ হয়। এ বিষয়ে শীঘ্রই একটি নির্দেশনা জারি করা হবে।

উক্ত নির্দেশনার অন্যান্য বিষয়ের মধ্যে এখন থেকে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন = [মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ইউনিাটর গড় ক্রয় মূল্য- চলতি বাজার মূল্যে নীট সম্পদ মূল্যের ৮৫ শতাংশ]

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন = [বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে ইউনিটের গড় ক্রয় মূল্য-বে মেয়াদী ইউনিটের পুন:ক্রয় মূল্য এর সর্বোচ্চ ৫ শতাংশ ডিসকাউন্ট]

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০১৯/এস

উপরে