sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


ভারতের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না মোসাদ্দেকের

১০:২০এএম, ১১ নভেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে টি-টোয়েন্টি শেষ ও ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ৩০ রানে হেরে সিরিজ হাত ছাড়া করেন টাইগাররা। যেহেতু টি-টোয়েন্টি সিরিজ শেষ, তাই সোমবার দেশের বিমান ধরবেন টি-টোয়েন্টি স্কোয়াডের খেলোয়াড়রা।

কিন্তু এর মধ্যেই জানা গেল, টেস্ট স্কোয়াডে নাম থাকলেও নাঈম, আফিফদের সঙ্গে দেশে ফিরছেন স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, জরুরি পারিবারিক কারণে দেশে ফিরছেন মোসাদ্দেক।

মোসাদ্দেক না থাকায় ইন্দোরে প্রথম টেস্টের ভেন্যুতে যাচ্ছেন ১৪ জন। তবে মোসাদ্দেকের পারিবারিক সমস্যা কতটা গুরুতর এবং তিনি কবে ফিরতে পারেন, এসব চূড়ান্ত না হওয়ায় এখনো তার বিকল্প কাউকে নেওয়া হয়নি।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ইন্দোরে ভারতের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়িনশিপও শুরু করবে বাংলাদেশ দল।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে