sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


সারাদেশে স্বাভাবিক হলো নৌ চলাচল

১১:১৯এএম, ১১ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : তিন দিন বন্ধ থাকার পর সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে সারাদেশের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। রাজধানীর সদরঘাট থেকে দেশের প্রায় সব রুটের লঞ্চ ছেড়ে গেছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা আবহাওয়ার পূর্বাভাস তথ্য যাচাই বাছাই করে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নৌযান চলাচল সোমবার সকাল থেকে স্বাভাবিক করা হয়েছে।

ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিকালে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশে লঞ্চ ছেড়ে যাবে।

এর আগে ঘূর্ণিঝড় 'বুলবুল' এর কারণে শুক্রবার (৮ নভেম্বর) রাত থেকে সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সতর্কতা সংকেত নেমে গেছে। নিম্নচাপ আকারে যেটার অবস্থান ছিল, এখন আর সেসব কিছুর অস্তিত্ব নেই। আবহাওয়া ভালো থাকবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কাচা ও আধাপাকা ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

পিলার স্থাপন চলছে, দ্রুত বসবে কাঁটাতার
রোহিঙ্গা ক্যাম্পে বেড়া তৈরির কাজ চলছে

উপরে