sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬


ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

০৫:১৩পিএম, ১১ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১১ নভেম্বর) ৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১৩ লাখ ৫৯ হাজার ২৭১টি শেয়ার ১৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ২৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং ৩৫ লাখ ১৯ হাজার টাকার লেনদেন হয়েছে ফাইন ফুডসের।

এছাড়া ন্যাশনাল টিউবসের ১০ লাখ ৫৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ লাখ ৬৮ হাজার টাকার, রিপাবলিক ইনস্যুরেন্সের ৫ লাখ টকার এবং শাহজিবাজার পাওয়ারের ৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে