sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


সিয়াম জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ায় হতাশ ফারিয়া

০৬:০১পিএম, ১১ নভেম্বর ২০১৯

বিনোদন প্রতিবেদকঃ নানা জল্পনা-কল্পনার পর অবশেষে গত ৭ নভেম্বর ঘোষিত হয়েছে বহুল প্রতিক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এবার এ নিয়ে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

এ সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ায় অনেকটাই হতাশ হয়েছেন তিনি। শনিবার (৯ নভেম্বর) দুপুরে একটি গণমাধ্যমে এমনটাই জানালেন শবনম ফারিয়া।

তিনি বলেন, আমি মনে করি ‘দহন’ ও ‘পোড়ামন টু’-তে খুব ভালো অভিনয় করেছে সিয়াম।

তবে কি এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণাকে সমালোচনা করছেন ফারিয়া?

জবাবে তিনি বলেন, ‘কিছু প্রশ্ন থেকেই যায়। এটাই স্বাভাবিক। তাছাড়া এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। তবে আমার খুশি বা খুশি না হওয়া নিয়ে কিছু এসে যায় না। জুরি বোর্ডের সদস্যরা আমার চেয়ে ভালো বোঝেন। তার বিজ্ঞ। এবার যারা বিভিন্ন প্ল্যাটফর্মে সেরা পুরস্কার পেয়েছেন, তাদের অনেকেই আমার পছন্দের। তারা যোগ্য হিসেবেই সেরা হয়েছেন।’

তবে ফারিয়া বিষয়টি স্পষ্ট করেন,‘আমাদের সিয়াম পেলে খুব খুশি হতাম। ও আমাদের ভালো বন্ধু। পেলে ও উৎসাহ পেত। ‘দহন’ ও ‘পোড়ামন টু’র জন্য সিয়াম অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে।’

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে