sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


আসিফের সিনেমা মুক্তিতে কোনো বাধা নেই

০২:৫১পিএম, ১২ নভেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : মুক্তিতে কোনো বাধা নেই বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের মিউজিক্যাল সিনেমা 'গহীনের গান'র। গতকাল সোমবার সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে সিনেমাটিকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

সেন্সর বোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাঢোল প্রযোজিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

লেখক সাদাত হোসাইন পরিচালিত 'গহীনের গান'-এ আসিফের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তানজিকা আমিনকে। সিনেমাটিতে নয়টি গান এককভাবে গেয়েছেন আসিফ আকবর।

সিনেমার ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজেই।

সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। 'বন্ধু তোর খবর কি রে' গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

বিজনেস আওয়ার/১২ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে