sristymultimedia.com

ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬


জামায়াতের নতুন আমির শফিকুর রহমান

০৯:৪৩পিএম, ১২ নভেম্বর ২০১৯

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। এর আগে তিনি দলের সেক্রেটারি জেনারেল ছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দলের প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন আজ (মঙ্গলবার) নির্বাচনের ফল ঘোষণা করে।

দলটির নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল জানান, গত ১০ নভেম্বর রুকনদের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হলে তা গতকাল সোমবার (১১ নভেম্বর) গণনা শুরু হয়। প্রায় ৪৫ হাজার রুকনের ভোটে নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। নায়েবে আমির মুজিবুর রহমানের সঙ্গে হাড্ডাহাড্ডি ভোটে জিতেছেন তিনি।

এর আগে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে প্যানেল-আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ১৪ অক্টোবর সেই ভোট গণনা হলে সেখানেও শফিকুর রহমান এগিয়ে ছিলেন।

বিজনেস আওয়ার/১২ নভেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে