sristymultimedia.com

ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ৩০ অগ্রহায়ণ ১৪২৬


গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদ্রিচ

১১:০১এএম, ১৩ নভেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক : ২০১৯ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ২৯ বছরের বেশি সফল ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হয়। ১৭তম ফুটবলার হিসেবে মর্যাদাকর এই পুরস্কারটি ঘরে তুললেন মদ্রিচ।

২০০৩ সালে চালু হওয়া এটি প্রথমবার জেতেন রবার্তো ব্যাগিও। ব্রেসিয়ার হয়ে দুর্দান্ত খেলেন সাবেক ইতালিয়ান তারকা। এর আগে গত বছর এই পুরস্কারটি জিতেছিলেন প্যারিস সেন্ট জার্মেইর উরুগুইয়ান ফুটবলার এডিনসন কাভানি।

পুরস্কার জয়ের পর মদ্রিচ বলেন, এই পুরস্কার জেতা আমার জন্য অনেক সম্মানের। ফুটবলে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় থাকল।

বিজনেস আওয়ার/১৩ নভেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে