বিপিএলে কারা কেমন দল করল?

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল'র সপ্তম আসর। বিসিবির অধীনে বিশেষভাবে আয়োজিত বঙ্গবন্ধু বিপিএলে এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
এবার একটি দলসর্বোচ্চ খেলোয়াড় সীমা দেশি ক্যাটাগরিতে ১১ জন ও বিদেশি খেলোয়াড় ৮ জন নিতে পারবে। তবে প্রতি দলে কমপক্ষে ৯ জন দেশি ও ৬ জন বিদেশি খেলোয়াড় থাকতেই হবে। এই বিদেশি খেলোয়াড়দের মধ্যে চাইলে দলগুলো ২ জনকে ড্রাফটের বাইরে থেকে নিতে পারবে। তবে সেটা হবে স্পনসরের অর্থায়নে।
সে অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামই শুধু মাত্র সর্বনিম্ন খেলোয়াড় কোটা পূরণ করতে পেরেছে। বিদেশি খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে শেষ ড্রাফটে কাউকেই ডাকেনি রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। সিলেট থান্ডার ও খুলনা টাইগার্সও সর্বনিম্ন ছয় বিদেশির একজনকে এখনো নেয়নি।
তবে বিপিএল শুরুর নির্ধারিত সময়ের মধ্যেই বাকি খেলোয়াড়দের নিতে হবে দলগুলোকে। ঢাকা ও চট্টগ্রামও চাইলে পরে আরও বেশি খেলোয়াড় নিতে পারবে। শুধু খেয়াল রাখতে হবে সংখ্যাটি যেন সব মিলিয়ে ১৯ ও বিদেশি সংখ্যা ৮ এর বেশি না হয়।
এক নজরে দেখে নিন এবারের বিপিএলের দলগুলো:
ঢাকা প্লাটুন:
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা (বি), লরি ইভান্স (বি), আরিফুল ইসলাম, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, ওয়াহাব রিয়াজ (বি), আসিফ আলী (বি), রকিবুল হাসান, জাকির আলী, লুইস রিস (বি), শহীদ আফ্রিদি (বি)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল (বি), কেসরিক উইলিয়ামস (বি), নুরুল হাসান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, আভিষ্কা ফার্নান্দো (বি), রায়াদ এমরিত (বি), নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, রায়ান ব্রার্ল (বি), ইমাদ ওয়াসিম (বি)।
রাজশাহী রয়্যালস:
লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, রবি বোপারা (বি), হজরুতুল্লাহ জাজাই (বি), তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ (বি), মোহাম্মদ ইরফান (বি), মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম।
সিলেট থান্ডার:
মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, শেরফেন রাদারফোর্ড (বি), শফিকউল্লাহ শাফাক (বি), রনি তালুকদার, নাঈম হাসান, মনির হোসেন খান, দেলোয়ার হোসেন, নাভিন-উল-হক (বি), জনসন চার্লস (বি), রুবেল মিয়া, জীবন মেন্ডিস (বি)।
খুলনা টাইগার্স:
মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো (বি), রবি ফ্রাইলিংক (বি), শামসুর রহমান, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির (বি), নাজিবুল্লাহ জাদরান (বি), আলিস আল ইসলাম, তানভীর ইসলাম, রহমতউল্লাহ গুরবাজ (বি)।
রংপুর রেঞ্জার্স:
মোস্তাফিজুর রহমান, আরাফত সানী, জহুরুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ নবী (বি), শাই হোপ (বি), তাসকিন আহমেদ, জাকির হাসান, নাদিফ চৌধুরী, ফজলে মাহমুদ, লুইস গ্রেগরি (বি), ক্যামেরন ডেলপোর্ট (বি), সনজিত সাহা।
কুমিল্লা ওয়ারিয়র্স:
আল আমিন হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, সাব্বির রহমান, কুশল পেরেরা (বি), মুজীব-উর-রহমান (বি), সানজামুল ইসলাম, আবু হায়দার, মাহিদুল অংকন, সুমন খান, ডেভিড মালান (বি), দাসুন শানাকা (বি), ফারদিন হোসেন।
বিজনেস আওয়ার/১৮ নভেম্বর, ২০১৯/এ
এই বিভাগের অন্যান্য খবর
- নৌবাহিনীতে চাকরির সুযোগ ০৫ ডিসেম্বর ২০১৯
- পেঁয়াজ ও চালে অস্বস্তি, দাম কমেছে সবজির ০৫ ডিসেম্বর ২০১৯
- ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ০৫ ডিসেম্বর ২০১৯
- শিক্ষা কার্যক্রমে বড় পরিবর্তন আসছে ০৫ ডিসেম্বর ২০১৯
- ভাসানীতে বিনাভাড়ায় যাতায়াত করবে পরীক্ষার্থীরা ০৫ ডিসেম্বর ২০১৯
- ফায়ারফক্স আনলো নতুন ভিডিও প্লেব্যাক টুল ০৫ ডিসেম্বর ২০১৯
- 'মেয়েদের ফ্রি স্যানিটারি ন্যাপকিন দেবে সরকার' ০৫ ডিসেম্বর ২০১৯
- বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী টিকিট মিলবে কাল ০৫ ডিসেম্বর ২০১৯
- ঊর্বশী এক ঘন্টায় নেবেন ৩ কোটি টাকা ০৫ ডিসেম্বর ২০১৯
- তিন চোরকে ধরতে সহায়তা চাইলো পুলিশ ০৫ ডিসেম্বর ২০১৯
- হলি আর্টিসান মামলার রায়ের কপি হাইকোর্টে ০৫ ডিসেম্বর ২০১৯
- বিয়ে ও বিচ্ছেদের নাটক 'সেই তুমি, এই আমি' ০৫ ডিসেম্বর ২০১৯
- শীতে গোড়ালি ফাটা সমাধানের ৪ টোটকা ০৫ ডিসেম্বর ২০১৯
- রোহিঙ্গা গণহত্যা মামলায় প্রচণ্ড চাপে মিয়ানমার ০৫ ডিসেম্বর ২০১৯
- শ্রমিকদের মালয়েশিয়া থেকে ফেরাতে বিশেষ ফ্লাইট ০৫ ডিসেম্বর ২০১৯
- 'আমরা নথিপত্র দেখে মামলা বিচার করি' ০৫ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ধামাচাপার চেষ্টা ০৫ ডিসেম্বর ২০১৯
- টাকার কারণেই মিরপুরে জোড়া খুন ০৫ ডিসেম্বর ২০১৯
- ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা আটক ০৫ ডিসেম্বর ২০১৯
- ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ ০৫ ডিসেম্বর ২০১৯
- ব্লকে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার ০৫ ডিসেম্বর ২০১৯
- টাঙ্গাইলে দেয়াল ধ্বসে ট্রাক চালক নিহত ০৫ ডিসেম্বর ২০১৯
- ডিএসইতে ৮০ শতাংশ ব্যাংকের শেয়ার দর পতন ০৫ ডিসেম্বর ২০১৯
- নয়াপল্টনে বিএনপির ৭ নেতাকর্মী আটক ০৫ ডিসেম্বর ২০১৯
- লাইসেন্স পেল 'উবার', 'পাঠাও' এবং 'সহজ' ০৫ ডিসেম্বর ২০১৯
- পতন শেয়ারবাজারে ০৫ ডিসেম্বর ২০১৯
- আইপিএল নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার, মুশফিকের 'না' ০৫ ডিসেম্বর ২০১৯
- মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়েছে সালমা বাহিনী ০৫ ডিসেম্বর ২০১৯
- 'খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট চূড়ান্ত হয়েছে গতরাতেই, জমা দেয়নি' ০৫ ডিসেম্বর ২০১৯
- লাইসেন্স পায়নি বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংক ০৫ ডিসেম্বর ২০১৯