businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৬


ভক্তদের জন্য সুখবর, আবার একসঙ্গে শাকিব-বুবলী

০৯:৫১এএম, ০৫ ডিসেম্বর ২০১৯

বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ছাড়া প্রথমবারের মত অন্য কোন নায়কের সাথে সিনেমায় চুক্তিবদ্ধ হন হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। নতুন ছবিতে বুবলীর নায়ক নিরব। ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে এই দুজন কাজ শুরু করেছেন। এরপর থেকেই চলছে নানান আলোচনা। অনেকেই বলছেন– তা হলে কি শাকিবের সঙ্গে আর দেখা হবে না বুবলীর।

সে জল্পনার অবসান হলো। শাকিব-বুবলী জুটির ভক্তদের জন্য সুখবর। শাকিব-বুবলীকে আবারও একসঙ্গে দেখা যাবে। দুজন আবার শুটিং শুরু করেছেন একসঙ্গে। সোমবার থেকে এই জুটি নতুন ছবির জন্য একসঙ্গে কাজ শুরু করেছেন। ছবির নাম বীর। ছবিটি প্রযোজনা করছেন চিত্রনায়ক শাকিব খান। শুটিং হচ্ছে নায়ক শাকিবের 'শুটিংবাড়ি' গাজীপুরের পূবাইলে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার কাজী হায়াত বলেন, বীর সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। কয়েক দিন ধরেই শাকিবের শুটিংবাড়িতে শুটিং চলছে। আরও টানা ১০ দিন শুটিং চলবে। শাকিব খানের বাড়িতে আমাদের শুটিং টিম থাকছে। শুটিং হচ্ছে সিকদার কটেজে। আজ শুটিং করছেন শাকিব, বুবলী, মিশা সওদাগরসহ আরও কয়েকজন অভিনেতা।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে সিনেমাটি।

বিজনেস আওয়ার/৫ ডিসেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে