businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৬


হানিমুনে কোথায় যাচ্ছেন সৃজিত-মিথিলা?

০৪:৪৫পিএম, ০৬ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অভিনেত্রী মিথিলা ও কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় শুক্রবার (৬ ডিসেম্বর) বিয়ে করতে যাচ্ছেন। একটি জাতীয় দৈনিককে এ তথ্য জানিয়েছেন মিথিলা। বিয়ে উপলক্ষে মিথিলা, তাহসান-মিথিলার কন্যা আইরা, মিথিলার বাবা, মা ও ভাই-বোনসহ ঘনিষ্ঠরা বর্তমানে কলকাতায় সৃজিতের বাড়িতে অবস্থান করছেন।

বিয়ের প্রস্তুতি নিয়ে মিথিলা বলেন, সৃজিতের বাড়িতে বিয়ের রেজিস্ট্রি হবে। এর পর পাশের একটি হোটেলে সবাই মিলে রাতের খাবার খাবেন। সকাল থেকে খুব ব্যস্ত আছি। নিজেই সাজব। বিয়ের জন্য আড়ং থেকে জামদানি শাড়ি কিনেছি।

হানিমুন কোথায় হবে জানতে চাইলে মিথিলা জানান, শুধু হানিমুনের উদ্দেশে কোনো ভ্রমণ হচ্ছে না। তবে কাজের সূত্রে এক সপ্তাহ জেনেভায় যাবেন। সেখানেই দু’জন একত্রে থাকবেন।শনিবার সকালে আমরা জেনেভায় যাব।

সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি একটু বেড়ানো হবে। সব মিলিয়ে সেখানে আমরা এক সপ্তাহ থাকব। আসলে সেখানে কাজটাই হবে।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে