businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৬


তাহসান-শাওনের বিয়ের গুজব!

০৩:২৪পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন এই অভিনেত্রী। মিথিলার বিয়ের রেশ কাটতে না কাটতেই গুজব উঠেছে বিয়ে করেছেন তাহসান-শাওন।আর এমন গুজব নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন শাওন নিজেই।

বিজনেস আওয়ারের পাঠকদের জন্য শাওনের সেই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-

গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল। একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি।

ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু'জনের ছবি(!), মধ্যিখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!) দেখে কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…

অবশেষে!!!

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে