businesshour24.com

ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৬


মির্জাপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

০৭:৪৬পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯

বিজনেস আওয়ার (টাঙ্গাইল প্রতিনিধি) : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার সকালে পৌরসভার ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার ১, ৪ ও ৯ নম্বর কাউন্সিলর যথাক্রমে আমিরুল কাদের লাবন, সাইজ উদ্দিন সাজু ও আনোয়ার হোসেন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আফরোজা আলম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী বাবুল হোসেন প্রমুখ।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী বাবুল হোসেন জানান, গুরুত্বরপুর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়ে) পৌরসভার ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে ৮৯ লাখ ৩৩ হাজার ৩৯৭ টাকা ব্যয়ে দুটি রাস্তা উন্নয়ন করা হবে।

বিজনেস আওয়ার/৮ ডিসেম্বর, ২০১৯/আরআই

এই বিভাগের অন্যান্য খবর

উপরে