businesshour24.com

ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৬


ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম

০৩:৩২পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক : মডেলিং জগতে খোলামেলা ছবি ও ভিডিওর এক আলোচিত নাম নায়লা নাঈম। নানা কারণে আলোচনা-সমালোচনার মুখেই থাকেন তিনি। তবে আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে মডেলিংয়ে একের পর এক চমক দেখিয়ে চলেছেন এই আইটেম গার্ল।

সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে দেখা মেলে তার। শুধু তাই নয় অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। এবার নতুন এক গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন নায়লা নাঈম। সম্প্রতি ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে।

গানটির নাম 'আসমানেতে উঠে চাঁদ'। রেশাদ মাহমুদের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রোজিনা করিম খান। বরাবরের মতো এই গানের ভিডিওতেও খোলামেলা হয়ে হাজির হয়েছেন নায়লা নাঈম। কয়েকদিন ধরে এই গান দিয়ে উত্তাপ ছড়াচ্ছেন এই তারকা।

এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, আরিফ আলীর কোরিওগ্রাফি আমার বেশ পছন্দের। তিনি গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব দেবার পর আর না করিনি। গত ৫ ডিসেম্বর ফ্লোরিডার পিএসপি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০১৯/এ

এই বিভাগের অন্যান্য খবর

উপরে