sristymultimedia.com

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯, ৩০ কার্তিক ১৪২৬


অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

১০:০২এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

বিজনেস আওয়ার : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্র্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে বেনামা চিঠি এসেছে। বৃহস্পতিবার বিকালে তার অফিসে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব কবির আহমেদ।

তিনি বলেন, ‘সময় চলে এসেছে, জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিতে হবে’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠি পাওয়ার পর এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

চিঠি পাওয়ার পর হুমকির কারণ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কারা এ চিঠি পাঠিয়েছে তা তিনি জানেন না। তিনি বলেন, এসব চিঠিতে আমি মোটেই ভীত নই।

হুমকি আসবে এবং এটা সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। সবাইকে নাশকতামূলক কাজের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

এ প্রসঙ্গে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস যুগান্তরকে বলেন, নাম-ঠিকানাহীন একটি চিঠির মাধ্যমে থানায় জিডি হয়েছে। অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পরে থানায় এসে জিডি করেন। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করে দেখা হচ্ছে।

বিজনেস আওয়ার / অ.মা

উপরে